ছোট বেলার জীবন কাহিনী
যখন আমার বয়স ৯ বছর.তখন আমাকে ভোর ৬ টায় ডেকে দিত.তখন আমার অনেক বিরক্ত লাগত.তারপরও আমার উঠতে হত উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়তে হত..!তারপর আমার স্কুলে যাইতে হত.স্কুলে অনেক গুলা বন্ধু ছিল দুষ্টামি করতাম মজা করতাম. স্যার আসলে বকত আমাদের আমরা তারপরও দুষ্টামি করতাম..! স্কুল শেষে যখন ছুটি দিত.বলে বলে আসতাম আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি! বিকাল বেলা মা বকা ঝকা করে ঘুমাইতে বলত.আমি মা কে ফাঁকি দিয়ে যাইতাম গা..! খেলা ধুলা করে যখন বাসায় আসতাম মা বেত নিয়ে দাঁড়ায় থাকত কিন্তু কখনো মারত না..! এখন দিন গুলা মিস করি সকালে উঠি টিকই কিন্তু স্কুলে যাওয়ার জন্য না. কেউ স্কুলে দিয়ে আসে না. কেউ বকা ঝকা করে না.আস্তে আস্তে বড় হয়ে গেলে জীবনের সুখ ও যায় গা এটায় জীবন..!