ছেলের সিরিজে বিশেষ ভূমিকায় বাবা শাহরুখ

in #shahrukhkhan9 months ago

shah_rukh_khan_and_aryan.jpg

বলিউডের কিং শাহরুখ খান। বছরের পর বছর ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে চলছে তাঁর রাজত্ব। পাশাপাশি পরিবার নিয়েও খুব সচেতন অভিনেতা। তাঁর বড় সন্তান আরিয়ান খান। যদিও বাবার মতো পর্দা মাতাচ্ছেন না আরিয়ান, পরিচালক হিসেবে পা রাখছেন বলিউডে। তাতে বিশেষ ভূমিকা রাখছেন বাবা। মেয়ে সুহানাকে যেমন অভিনয়ে পরামর্শ দিয়েছেন, ঠিক তেমনি ছেলের বিষয়েও খুব সচেতন বাবা শাহরুখ। একটি ওয়েব সিরিজ পরিচালনার মাধ্যমেই হাতে খড়ি হচ্ছে আরিয়ানের। সিরিজের নাম ‘স্টারডম’।
বাবার পূর্ণাঙ্গ সহযোগিতায় সিরিজের শুটিং শেষ করেছেন আরিয়ান। খুব দ্রুতই শুরু হবে সম্পাদনা। পুরো কাজে বিশেষ ভূমিকা কিং খানের। সিরিজটিতে বিভিন্ন ক্যামিও চরিত্রে দেখা যাবে একাধিক তারকাকে। তবে ছেলের পরিচালিত সিরিজে পর্দায় দেখা যাবে না শাহরুখ খানকে।

পর্দায় না থাকলেও স্টারডমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাঠান হিরো। তিনি আছেন সিরিজের টেকনিক্যাল টিমে। ছেলের পরিচালনায় যাতে কোনো খুঁত ধরা না পড়ে, সে জন্য চেষ্টার কমতি রাখছেন না কিং খান।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আরিয়ান যেহেতু কাজে একেবারেই নতুন, সেহেতু তাঁকে পথ দেখাতে বারবার সেটে আসেন অভিনেতা। সিরিজ নিয়ে নিয়মিত পরামর্শও দিয়ে যাচ্ছেন। তাঁর লক্ষ্য, ছেলের কাজটি যেন সহজ হয়ে যায়। সন্তানেরা যাতে নিজেদের কাজে সফল হন, সে নিয়ে খুব সচেতনতার পরিচয় দিয়ে আসছেন শাহরুখ খান। মেয়ে সুহানার ‘আর্চিজ’ মুক্তির সময়ও বাবাসুলভ ভূমিকা দেখিয়েছেন শাহরুখ। মেয়েকে দিয়েছেন নানা পরামর্শ। যদিও সিরিজটিতে অভিনয় নিয়ে সমালোচিত হয়েছেন সুহানা।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67