ফের দ্বন্দ্বে জড়াচ্ছেন শাহরুখ-রণবীর

in #shahrukh7 years ago

অভিনয় জগতে এ দ্বন্দ্ব নতুন কোনো বিষয় নয়। খুবই পুরোনো। যে দ্বন্দ্বে হরহামেশাই জড়িয়ে পড়েন অভিনেতা-অভিনেত্রী বা পরিচালক-প্রযোজকরা। একই দিনে বা একই সপ্তাহে ছবি মুক্তি পেলেই শুরু হয়ে যায় এমন দ্বন্দ্ব।

তেমনি দ্বন্দ্বে ফের জড়িয়ে পড়ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং হালের সেনসেশন রণবীর সিং। ভারতীয় মিডিয়ার খবর বলছে, আগামী বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাবে পরিচালক আনন্দ এল রাইয়ের নাম ঠিক না হওয়া একটি ছবি। যেখানে একজন বামনের ভূমিকায় দেখা যাবে কিং খানকে। এদিকে রণবীর সিং অভিনীত ‘টেম্পার’ ছবিটিও ওই একই তারিখে মুক্তি দেয়া হবে বলে ঠিক করা হয়েছে।

দ্বন্দ্বের সূত্রপাতটা এখানেই। দুই সুপারস্টারের ছবি একই দিনে মুক্তি পেলে দর্শক কোনটা রেখে কোনটা দেখবে। ক্রিসমাস উপলক্ষে ছবি দুটি মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু একই দিনে আলোচিত দুটি ছবি মুক্তি পেলে ব্যবসায়ীক একটি দ্বন্দ্ব স্বাভাবিকভাবেই তৈরি হবে। যে দ্বন্দ্বে ২০১৫ সালেও একবার জড়িয়েছিলেন শাহরুখ-রণবীর।

এছাড়া রজনীকান্ত ও অক্ষয় কুমারের ‘২.০’, সালমান খানের ‘রেস থ্রি’, আমির খানের ‘থাগস অব হিন্দুস্থান’ এবং সাইফ কন্যার ‘কেদারানাথ’ ছবিগুলোও নির্মানাধীন রয়েছে। এগুলোও মুক্তি পাবে আগামী বছরজুড়ে।

উল্লেখ্য, বলিউডে এমন একটা সময় ছিল যখন শাহরুখ, সালমান এবং আমিরের ছবি মুক্তি পেলে অন্য অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক-প্রযোজকদের মনে ত্রাস সৃষ্টি হতো। ছবি বানানোর আসল টাকা উসুল করতেই ঘাম ঝরে যেত তাদের।

কিন্তু সে সময় থেকে অনেকটাই বেরিয়ে এসেছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। এখন খানদের পাশাপাশি অন্য নায়কদের ছবিও দেদারসে ব্যবসা করে। যার প্রমাণ ইতমধ্যেই দিয়েছেন এ প্রজন্মের রণবীর কাপুর, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুণ ধাওয়ানরা।

Sort:  

Congratulations @rinky! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 2 years!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Do not miss the last post from @steemitboard:

The new SteemFest⁴ badge is ready
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.041
BTC 94333.65
ETH 3244.71
USDT 1.00
SBD 7.23