🍴delicious food in reasonable price✌✌

in #setmenu7 years ago

image
রেটিং- ৮.৫/১০
স্থান- বেলা বাইট ( শ্যামলী স্কয়ার)
আইটেম- ১০ আইটেম এর নতুন সুপার অফার
দাম- ২২০ টাকা
অনেক নাম শুনেছি #বেলা_বাইট এর সেট মেনু প্ল্যাটার গুলার। শেষ পর্যন্ত গিয়ে টেস্ট করেই আসলাম কি এমন জার এত নাম। কয়েকটা প্ল্যাটার অফার করছিল তার মধ্যে আমার চয়েস জেতা হয়েছে ওটাই নিলাম। দাম এটার ই সব চেয়ে বেশি। ২২০ টাকা। কিন্তু মার্কেট অনুজায়ও এর থেকে সস্তা এ কোথায়ে পাওয়া যায় জানা নেই কেউ জানলে সাজেস্ট করবেন প্লিজ।
এবার আসি রিভিউ তে দাম অনুযায়ী খাবারের স্বাদ আর পরিমাণ এক কথায়ে আমার আশা কে ছাড়িয়ে গেছে। ১০ টা আইটেম ছিল সব গুলাই অনেক মজা। বিশেষ করে বিবিকিউ চিকেন টা আমার খাওয়া বেস্ট।
আইটেম গুলা নিচে দিয়ে দিলাম

  1. fried rice
  2. #bbq_chicken
  3. Thai soup
  4. Masala curry.
  5. Noodles.
  6. Pasta
  7. Thai soup
  8. Sauce ( green and red both)
  9. Salad
  10. Ice cream or drinks

জানালার পাশের ভিউ টা অনেক সুন্দর ছিল। শীতের সকালে বেশ ভালোই লেগেছে। আর ব্যাবহার অনেক ভালো। মনে হয় রেগুলার কাস্টমার হয়ে যাব।
#must_try_item😍😍

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 87216.56
ETH 2374.03
USDT 1.00
SBD 0.67