RE: আত্মবিশ্বাস বাড়াতে করনীয় কিছু কার্যাবলী
Wow অসাধারণ একটি article তুমি আমাদেরকে উপহার দিয়েছেন @rishan ভাই. আজকের দিনে এটা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়,আত্মবিশ্বাস এর অভাব. আমাদের মনের মধ্যে আত্মবিশ্বাস এর অভাবের জন্য আমরা বড় হতে পারি না, আমরা life e fail হয়ে থাকি. তোমার এই point টা আমার খুব ভালো লেগেছে, মনে থেকে নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে দিতে হবে. এটা সত্যি, আর চিন্তা ভাবna পজিটিভ অবশ্যই রাখতে হবে, তুমি যদি একটা জিনিস এ fail হয়ে যাও তাহলে তোমার মন তোমাকে bar bar পিছু ডাকবে, আর আমি পারবোনা, আর আমি হয়তো চাকরি টা পাব না এরকম, কিন্তু তোমাকে এত সহজে হার মানলে চলবে না, again ট্রাই করতে হবে, প্রেরনা মূলক বই পড়া, এটা খুব সুন্দর, আজকের দিনে তুমি যদি প্রেরনা মূলক বই পড়তে না পারো, তাহলে ইউটিউব এ খুব সুন্দর সুন্দর প্রেরনা মূলক video আছে সেখান থেকে তুমি অনেক কিছুই শিক্ষা অর্জন করতে পারবে, যাই হোক সব থেকে বড় কথা আমাদেরকে হার মানলে চলবে না, bar bar try করতে হবে, নিশ্চয়ই সফলতা একদিন আমাদের পায়ের কাছে এসে দাঁড়াবে, কি বলেন স্যার @rishan