শীতকালীন শাকসবজির চারা ও বীজ সংগ্রহ।

in আমার বাংলা ব্লগ2 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

৩০ ই অগ্রহায়ন ১৪৩১

--------

১৫ ই ডিসেম্বর ২০২৪


470052779_540496405649657_7178706378283988337_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি,আজকে আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করবো।এখন শীতকাল চলছে,বিভিন্ন শাক সবজির সিজন।এখন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের শাক সবজি লাগিয়ে থাকে।আসলে শখের বসে মানুষ কি না করে। শহরে ছাদে শাক সবজি লাগালে প্রয়োজনের কিছু চাহিদা মিটে আর সাথে নিভেজাল সবজি পাওয়া যায়।আমি আগে ছাদে লালশাক ঢ়েড়স,ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি লাগাতাম কিন্তু এখন বানরের জন্য লাগাতে পারি না, তবে আমার ছাদে বিভিন্ন রকমের গাছ লাগায় আমার কাছে বেশ ভালো লাগে। সেই দিন আমার ছেলের পরীক্ষা শেষ হওয়াতে আমার বাবার বাড়ি আসি, আমার বাবার বাড়ি আর আমার বোনের বাড়ি একসাথে।পরে আমি আর আমার বোন মিলে বৃহস্পতিবারে গেলাম গাছ চারা এবং বীজের দোকানে। বৃহস্পতিবার করে আমাদের এখানে এগুলোর মেলা হয় পরে আমরা কিছু চারা গাছ ও বীজ কিনে আনি। সেখান থেকে আমি বেশ কিছু ছবি তুলে আনি।চলুন তাহলে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি।

462549711_581544854565041_7014212297824979439_n.jpg

এই মামা অনেক রকমের বীজ বিক্রি করে।বৃহস্পতিবারে মোটামুটি অনেক মানুষ থাকে আর অনেকগুলো দোকান থাকে।এখানে লালশাক,ধনেপাতা,লাউ, মিষ্টি কুমড়া,শিম,ধুন্দল আরো অনেক রকমের বীজ।সপ্তাহে একদিনই বসে এই হাট।

470050506_1089247786259522_2109100103322285981_n.jpg

এই মামা ও অনেক রকমের বীজ বিক্রি করে যার বেশির ভাগই শীতকালীন শাক সবজীর।

467477954_939139960979461_847019090140264670_n.jpg

এই হচ্ছে বিভিন্ন রকমের চারা গাছ।এখানে মরিচ,বম্বে মরিচ, বেগুন আরো বিভিন্ন জাতের চারাগাছ। আসলে আমরা দেরি করে যাওয়াতে অনেক গাছ কমে গিয়েছে আমরা একেবারে শেষের দিকে গিয়েছিলাম।

467692047_939053964444035_280916829516167607_n.jpg

এই হচ্ছে বিভিন্ন রকমের চারা গাছ।এখানে মরিচ,বম্বে মরিচ, বেগুন আরো বিভিন্ন জাতের চারাগাছ। আসলে আমরা দেরি করে যাওয়াতে অনেক গাছ কমে গিয়েছে আমরা একেবারে শেষের দিকে গিয়েছিলাম।

462566101_2488166931526689_5759576456286971355_n.jpg

এগুলো হচ্ছে টমেটো,বেগুন ও লাউ,লাউ আরো বিভিন্ন রকমের চারা রয়েছে। একেকটা টমেটোর চারা পাঁচ থেকে দশ টাকা বিক্রি করে।মরিচের চারা মনে হয় দুই টাকা নাকি তিন টাকা করে বিক্রি করে।বেগুনের চারা মনে হয় পাঁচ টাকা থেকে দশটা বিক্রি করে।

470053392_449806591510625_9100160745440992141_n.jpg

470053127_1867485027413546_2920157678645203909_n.jpg

এখানেও বিভিন্ন রকমের চারা গাছ আছে।বড় বড় মরিচের গাছ আছে এখানে।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy plant
linklocation

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 months ago 

বাবার বাড়ি এসে দুই বোন মিলে বৃহস্পতিবার দিন চলে গেলেন শীতকালীন সবজির চারা কিনতে। নিজের হাতে লাগানো সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপু। নিজেরা সবজি চাষ করলে বিষমুক্ত শাকসবজি ও খাওয়া যায় আবার যখন যেটা ইচ্ছা টাটকা সবজিও পাওয়া যায়। খুবই ভালো লাগলো আপু আপনার অনুভূতি জানতে পেরে।

 2 months ago 

আমাদের সকলেরই উচিত বাড়ির আশে পাশে থাকা ফাঁকা জায়গাতে শীতকালীন শাকসবজি উৎপাদন করা। আপনি শাকসবজির চারা এবং বীজ সংগ্রহ করেছেন এটা দেখে ভালো লাগলো। এখন যে পরিমাণে দাম বৃদ্ধি পাচ্ছে তাতে নিজেরা উৎপাদন করে খাওয়াটাই আমার কাছে ভালো মনে হয়।

 2 months ago 

আপনি এবং আপনার বোন মিলে সবজির বীজ এবং চারা কিনতে গিয়েছেন দেখে ভালো লাগলো। বিভিন্ন ধরনের বীজ এবং চারা গাছ রয়েছে দেখছি। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনার এই পোষ্ট থেকে সবজি এবং তাদের চারার বীজের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। খুব সুন্দর করে ব্যাখ্যা এবং ছবি সমেত পোস্ট করেছেন। বিভিন্ন ধরনের সবজির যে ছবিগুলি পোস্ট করেছেন তা এককথায় অসাধারণ ছিল।

 2 months ago 

যেন মনের মত একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমিও এই শীতে শাকসবজি উৎপাদন করার জন্য বেশ কয়েকবার গাছের চারা আর বীজ কিনেছি। এছাড়াও সে বীজ থেকে অনেক সবজি উৎপাদন হয়ে গেছে খাওয়া হয়েছে এখনো বাগানে রয়েছে। যা হোক অনেক ভালো লাগলো আপু আপনার সুন্দর এই মনোমুগ্ধকর পোস্ট দেখে।

 2 months ago 

শীতকাল আসলে সবাই কমবেশি শাকসবজি চাষ করে। তবে গ্রামাঞ্চলের সবাই কমবেশি শাকসবজি রোপন করে খাওয়ার জন্য। আবার অনেকে বলে শহরে অনেকে বাসার ছাদের উপর শাক-সবজি রোপন করে। আর যারা শাক সবজি রোপন করে তাদের জন্য তো ভালই হয় তাজা শাকসবজি খেতে পারে। আর শীতকাল আসলে বিভিন্ন ধরনের সবজির বিজ বিক্রি করা হয় অনেক জায়গাতে। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67