শীতকালীন শাকসবজির চারা ও বীজ সংগ্রহ।
আমি @rahimakhatun
from Bangladesh
১৫ ই ডিসেম্বর ২০২৪
এই মামা অনেক রকমের বীজ বিক্রি করে।বৃহস্পতিবারে মোটামুটি অনেক মানুষ থাকে আর অনেকগুলো দোকান থাকে।এখানে লালশাক,ধনেপাতা,লাউ, মিষ্টি কুমড়া,শিম,ধুন্দল আরো অনেক রকমের বীজ।সপ্তাহে একদিনই বসে এই হাট।
এই মামা ও অনেক রকমের বীজ বিক্রি করে যার বেশির ভাগই শীতকালীন শাক সবজীর।
এই হচ্ছে বিভিন্ন রকমের চারা গাছ।এখানে মরিচ,বম্বে মরিচ, বেগুন আরো বিভিন্ন জাতের চারাগাছ। আসলে আমরা দেরি করে যাওয়াতে অনেক গাছ কমে গিয়েছে আমরা একেবারে শেষের দিকে গিয়েছিলাম।
এই হচ্ছে বিভিন্ন রকমের চারা গাছ।এখানে মরিচ,বম্বে মরিচ, বেগুন আরো বিভিন্ন জাতের চারাগাছ। আসলে আমরা দেরি করে যাওয়াতে অনেক গাছ কমে গিয়েছে আমরা একেবারে শেষের দিকে গিয়েছিলাম।
এগুলো হচ্ছে টমেটো,বেগুন ও লাউ,লাউ আরো বিভিন্ন রকমের চারা রয়েছে। একেকটা টমেটোর চারা পাঁচ থেকে দশ টাকা বিক্রি করে।মরিচের চারা মনে হয় দুই টাকা নাকি তিন টাকা করে বিক্রি করে।বেগুনের চারা মনে হয় পাঁচ টাকা থেকে দশটা বিক্রি করে।
এখানেও বিভিন্ন রকমের চারা গাছ আছে।বড় বড় মরিচের গাছ আছে এখানে।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | plant |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাবার বাড়ি এসে দুই বোন মিলে বৃহস্পতিবার দিন চলে গেলেন শীতকালীন সবজির চারা কিনতে। নিজের হাতে লাগানো সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপু। নিজেরা সবজি চাষ করলে বিষমুক্ত শাকসবজি ও খাওয়া যায় আবার যখন যেটা ইচ্ছা টাটকা সবজিও পাওয়া যায়। খুবই ভালো লাগলো আপু আপনার অনুভূতি জানতে পেরে।
আমাদের সকলেরই উচিত বাড়ির আশে পাশে থাকা ফাঁকা জায়গাতে শীতকালীন শাকসবজি উৎপাদন করা। আপনি শাকসবজির চারা এবং বীজ সংগ্রহ করেছেন এটা দেখে ভালো লাগলো। এখন যে পরিমাণে দাম বৃদ্ধি পাচ্ছে তাতে নিজেরা উৎপাদন করে খাওয়াটাই আমার কাছে ভালো মনে হয়।
আপনি এবং আপনার বোন মিলে সবজির বীজ এবং চারা কিনতে গিয়েছেন দেখে ভালো লাগলো। বিভিন্ন ধরনের বীজ এবং চারা গাছ রয়েছে দেখছি। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।
আপনার এই পোষ্ট থেকে সবজি এবং তাদের চারার বীজের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। খুব সুন্দর করে ব্যাখ্যা এবং ছবি সমেত পোস্ট করেছেন। বিভিন্ন ধরনের সবজির যে ছবিগুলি পোস্ট করেছেন তা এককথায় অসাধারণ ছিল।
যেন মনের মত একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমিও এই শীতে শাকসবজি উৎপাদন করার জন্য বেশ কয়েকবার গাছের চারা আর বীজ কিনেছি। এছাড়াও সে বীজ থেকে অনেক সবজি উৎপাদন হয়ে গেছে খাওয়া হয়েছে এখনো বাগানে রয়েছে। যা হোক অনেক ভালো লাগলো আপু আপনার সুন্দর এই মনোমুগ্ধকর পোস্ট দেখে।
শীতকাল আসলে সবাই কমবেশি শাকসবজি চাষ করে। তবে গ্রামাঞ্চলের সবাই কমবেশি শাকসবজি রোপন করে খাওয়ার জন্য। আবার অনেকে বলে শহরে অনেকে বাসার ছাদের উপর শাক-সবজি রোপন করে। আর যারা শাক সবজি রোপন করে তাদের জন্য তো ভালই হয় তাজা শাকসবজি খেতে পারে। আর শীতকাল আসলে বিভিন্ন ধরনের সবজির বিজ বিক্রি করা হয় অনেক জায়গাতে। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।