ব্রিটেনে বাজেয়াপ্ত দাউদের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি

in #see7 years ago

নয়াদিল্লি: ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের বহু হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্রিটিশ সরকার। এই মুহূর্তে ব্রিটেনে দাউদের সম্পত্তির মোট পরিমাণ ৬.৭ বিলিয়ন ডলার। ব্রিটেন সরকার আর্থিক নিষেধাজ্ঞা সংক্রান্ত নিজস্ব তালিকা অনুসারে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা হলে জানা গেছে। এরফলে দাউদ ওই দেশে নিজের কারবার আর চালাতে পারবে না।
এর আগে, অসমর্থিত সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে সংযুক্ত আরব আমিরশাহী সরকার দাউদের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।
জানা গেছে, গত মাসে ব্রিটেন সরকারের ট্রেজারি বিভাগ একটি তালিকা জারি করেছিল। এতে দাউদের তিনটি ঠিকানা ও ২১ টি ছদ্মনামের উল্লেখ ছিল। অর্থাত্ বেনামে ব্রিটেনে প্রচুর সম্পত্তি কিনেছিল ১৯৯৩-র মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার মূলচক্রী দাউদ। ওই তালিকা অনুসারে, দাউদের পাকিস্তানে তিনটি ঠিকানা রয়েছে। ওই তালিকায় উল্লেখ থাকার অর্থ হল, দাউদ লন্ডনে কোটি কোটি টাকায় যে হোটেল, মল ও বাডি় কিনেছিল, সেগুলি তার হাতছাড়া হল।
দাউদ বর্তমানে পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর। কিন্তু আটটি দেশে ছড়ানো রয়েছে তার সম্পত্তি।download.jpg

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 104391.62
ETH 3259.92
SBD 4.09