www এবং সার্চ ইঞ্জিনের ব্যবহার নিয়ে কিছু কথা
বিসমিল্লাহির রহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু।
প্রিয় সাথী বন্ধু আজকে আমি আপনাদের সমীপে বেশ করব ডাবলু ডাবলু ডাবলু(WWW) এর মিনিং এবং এতে প্রবেশ কল্পে সার্চ ইঞ্জিন এর নাম এবং ব্যবহার। এই পোস্টটি আপনাদের সকলকে স্বাগতম।
ইন্টারনেটকে তথ্যের সমুদ্র বলা হয় ইন্টারনেট বিশাল সমুদ্র থেকে নির্দিষ্ট কোনো তথ্য দেখা বা খোঁজাকে ইন্টারনেট ব্রাউজিং বলা হয় ইন্টারনেটের জন্য প্রোগ্রাম ব্যবহার করা হয় ইন্টারনেটের সংযোগ স্থাপন করে সার্চ ইঞ্জিনের ব্যবহার করে বিভিন্ন তালিকা পাওয়া যায় ইন্টারনেটের জন্য ক্যারেক্টার ব্যবহার করলে স্বল্প সময়ে সর্বোৎকৃষ্ট সন্ধান পাওয়া যায়। আলোচ্য www অর্থাৎ World Wide Web এ প্রবেশ কল্পে সার্চ ইঞ্জিনের এর পরিচিতি লাভ সহ ব্যবহার আলোচনা করব ইনশাল্লাহ।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(World Wide Web) একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। এটি একটি বৃহৎ সিস্টেম অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। এসব ওয়েব সার্ভার ইন্টারনেট ইউজারদের যেকোনো ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম।ইন্টারনেটের বিশাল সমুদ্র থেকে নির্দিষ্ট কোনো তথ্য দেখা বা খোঁজাকে ব্রাউজার বলা হয় ।একে ইন্টারনেট ব্রাউজিং ও বলা হয়। কোন তথ্য দ্রুত সার্চিং এর জন্য বেশ কিছু সার্চ ইঞ্জিন রয়েছে। ব্রাউজার উইন্ডোতে সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখে এন্টার কী চাপলে ওই সার্চ ইঞ্জিনের ওয়েব পেজ ওপেন হবে। সার্চ ইঞ্জিনের ফাইন্ড বক্সে ব্যবহারকারী যা লিখে এন্টার চাপলে সে সম্পর্কিত বিভিন্ন ওয়েব পেজের লিংক এর তালিকা প্রদর্শিত হয়। বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন রয়েছে যেমন ইয়াহু(Yahoo) গুগোল(Google) আল্টাভিস্টা(Alta Vista) পিপিলিকা( Pipilika) ইত্যাদি।
সার্চ ইঞ্জিন এর ব্যবহারঃ সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হলে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সিস্টেম লাগবে এবং এর সাথে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এরপর ইন্টারনেটের বিশাল সমুদ্র থেকে নির্দিষ্ট কোনো তথ্য দেখা বা খোঁজাকে এটাকে ব্রাউজ করা হয় এবং একে ইন্টারনেট ব্রাউজিং ও বলা হয়। কোন তথ্য দ্রুত সার্চিং এর জন্য বেশ কিছু সার্চ ইঞ্জিন রয়েছে। ব্রাউজার উইন্ডোতে সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখে এন্টার কী চাপলে ওয়েব সার্চ ইঞ্জিনের ওয়েব পেজ গুলো ওপেন হয় বা আমরা দেখতে পারি সার্চ ইঞ্জিনের বক্সের ব্যবহারকারী যা লিখে এন্টার চাপলে সে সম্পর্কে বিভিন্ন ওয়েব পেজের লিংক তালিকা আমরা দেখতে পাই।
এভাবে আমরা ইন্টারনেট এবং কম্পিউটার সিস্টেমের মাধ্যমে world-wide-web থেকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন কিছু তথ্য আমরা সহজেই পেয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ