my school life and a perfect teacher story

in #school6 years ago

জিবনে অামি অনেক স্কুল পাল্টিয়েছি সময়ের ব্যাবধানে অনেক শিক্ষক দেখেছি,তো অামার হাই স্কুলের একটা শিক্ষক ছিল ফারুখ স্যার,তো নামটা বলার কারন হল অামি শুরু থেকেই বেকা ছাএ ছিলাম,স্কুল পালানো ছাড়াও সব অাজগুবি কাজ গুলো ছিল অামার দায়িত্ব, যাই হোক এই মানুষটার কাছে অামার স্কুলের কিছু ছাএ পড়তে যেতাম যদিও কিছু বাইরের ছেলেমেয়ে ছিল ২-৩ টা,একটা মেয়ে ছিল অন্য স্কুলের ভাব বেশি থাকায় পছন্ছ ছিল না অামার একদিন প্রায়ভেটে ডুকতেই অপমান করে বসল অামি অপমান করলাম,ফারুখ স্যার ঘরে ডুকেই অামার গালে এক চড় বসায় দিল,,এটা দেখে মেয়েটা হাসছিল,অামি মুখ নিজে করে ছিলাম,প্রায়ভেট শেষে যখন সব ছাএ গুলো বের হয়ে গেল তখন স্যার অামার কাছে এসে বলল, তোর প্রেম করার ইচ্ছা হবে তুই অামাদের স্কুলের মেয়েদের সাথে করবি ওই মেয়ের বাইরের ওর বাবা রাজনিতিবিদ যদি শুনতে পায় তুই অপমান করেছিস তাহলে হয়ত তোর ওপর রাগ তুলবে অামার ছেলেমেয়ে তোরা যাই করবি অামার সমসা নাই কিন্তু অন্য করো দ্বারা ক্ষতি হতে দিব না,, সেদিন চড় টা খেয়ে যতটা না রাগ হয়েছিল তার চেয়ে বেশি সম্মান এসেছিল মনে,মানুষটা এতটা অালাদা ছিল অামার স্কুলে কোন দোষ করলে সব শিক্ষক যেখানে পিটুনি দিত কিন্তু এই মানুষটা মারত না এমন কিছু কথা বলত হাজার খারাপ ছেলে হোক ওই কাজ বার বার করবে না,,তবে কথাটা ঊপদেশ ছিল না,,এই একমাএ মানুষ ছিলযার এক কথায় স্কুল চলত,,সবাই যেমন ভালবাসত সম্মান করত তেমনি ভয় ও পেত মানুষ টা কখোনো অন্যায় এর সাথে অাপোষ করেনি, সাহস দিত অামাদের মনে অাশা জোগাত অালাদা বা নতুন কিছু করার,, তাই অামার ছন্নছাড়া ছেলেগুলো ভাল হতে শুরু করেছিল,, অাজ ইন্জনিয়ারিং লেবেলের শেষ দিকে সময় অামার জিবনের এই কয়েক বছরে কিছু শিক্ষক দেখলাম যারা চাকরি বাচানোর জন্য সব কিছু করতে রাজি,সেটা ন্যায় বা অন্যায় কিছু বিবেচনা করে না,, বলতে ঘৃনা হচ্ছে তাও বলছি শিক্ষক নামের চাকর গুলো অাজ দেখতে পেয়েছি জিবনে,এরা অন্যায় এর প্রতিবাদ করে না,,করতে শিকায় ও না,কারন চাকরি চলে যাবে,লালত এসব শিক্ষকদের ওপর যারা শিক্ষক নামের কলংক,,এদের অার যাই হোক সম্মান দেওয়া যায় না,হয়ত এদের কাছে গ্রহন করব শিক্ষা তাও মনের ভিতর থেকে ঘৃনা টা মনে হয় জিবন থেকে যাবে না,যদি বাবা মার পর শিক্ষক এর জায়গা হয়ে থাকে তাহলে সেই মানুষটায় জন্য অার পৃথিবিতে ঘৃনা নামক শব্দটি এদের মত মানুষের রুপি পশুর জন্য, শুধু শিক্ষা দিলেই শিক্ষক হওয়া যায় না এমনি পড়াতে সবাই পারে কিন্তু জিবনের অাসল শিক্ষা দিতে কয়জন ই বা পারে,,

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 97549.65
ETH 3484.99
USDT 1.00
SBD 3.21