মনুষ্যত্ব বিকাশের সোপান - শ্রেণি।

in #sanatan6 years ago

মনুষ্যত্ব বিকাশের সোপান - শ্রেণি।
১. শ্রী শ্রী গুরুদেবের বাক্যে ও শাস্ত্র বাক্যে বিশ্বাস স্থাপন।
২. স্বধর্মানুষ্ঠানে সর্বদা রত থাকা।
৩. মাতাপিতাকে দেবতাজ্ঞানে ভক্তি ও সেবা করা।
৪. স্বাস্থ্যরক্ষার নিয়মাবলী যথাযথ পালন করা।
৫. ব্রহ্মচর্য পালনকে ব্রত রূপে গ্রহন করা।
৬. পরাবিদ্যার সাথে অপরাবিদ্যার যোগ সাধন।
৭. সত্যকে কায়মনোবাক্যে সুপ্রতিষ্ঠিত করা।
৮. সেবার বুদ্ধিতে দানাদিকার্য অনুষ্ঠান।
৯. শাস্ত্র নিষিদ্ধ কার্যের বর্জন এবং শাস্ত্র বিহিত কার্যের অনুষ্ঠান।
১০. কুসংসস্কারে আবদ্ধ না হওয়া।
১১. ইন্দ্রিয় গ্রামকে বিশেষ মনকে আত্মমুখী করা।
১২. কর্তব্য কর্ম সম্পাদনে সচেতন থাকা।
১৩. কর্মফলে আসক্ত না হওয়া।
১৪. আত্মশক্তিতে বিশ্বাস স্থাপন করা।
১৫. ষড়রিপুকে দমন করিবার অভ্যাস করা।
১৬. জন্ম ভুমির মর্যাদা ও বংশের মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করা।
১৭. ইষ্টনামই ব্রহ্ম- এই জ্ঞানে নামকে ভজনা করা ও নাম চিন্তা করা এবং নাম- কীর্তন করা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61204.65
ETH 2452.61
USDT 1.00
SBD 2.58