চিতার ফাদ থেকে বাচার উপায়।

in #safe6 years ago

আমরা সবাই জানি youtube, facebook, twitter এগুলো সবগুলোই social media। এগুলোর মতো steemit ও একটা social media। তবে পার্থক্য হলঃ ফেসবুক-টুইটারে আপনি যত খুশি কত কপি রাইট করতে পারবেন। একজনের পোস্ট আরেকজনে দিতে নিজের নামে চালিয়ে দিতে পারবেন। কিন্তু steemit এটা কখনো সম্ভব না।

steemit এ আপনি যদি কারো পোস্ট সামান্যতম কপি করেন বা কারো ছবি আপনি কপি করেন তাহলে অবশ্যই সেটা steam cleaner ধরে ফেলবে এবং আপনাকে download দিবে। চিতা আপনাকে কমেন্ট করবে।
Screenshot_2018-08-18-21-57-41.png

এগুলো সাধারন ব্যাপার। সাধারণত আমরা সকলেই জানি। কিন্তু অনেক সময় দেখা যায় আমার নিজের লেখা পোস্ট খুব কষ্ট করে লেখা পোষ্ট গুলোতে চিতায় কমেন্ট করে। যেগুলা নাকি কপি করা পোস্ট।
Screenshot_2018-08-18-21-56-59.png

একটা দুইটা করে বারবার যদি চিতায় আপনাকে কমেন্ট করতে থাকে আর সেই কমেন্ট যদি আপনি চিতার কাছ থেকে উঠায় নিতে না পারেন সে ক্ষেত্রে আপনি steam cleaner এর ফাঁদে পড়তে পারেন বা চিতা আপনাকে ব্ল্যাক লিস্ট করে রাখতে পারে। আর যদি চিতা ব্ল্যাকলিস্ট করে ফেলে তাহলে আপনি যে পোস্ট করবেন সেই পোস্টে ওয়ার্নিং দিয়ে দিবে। তখন আপনি অন্য কোথা থেকে আপভোট নিতে পারবেন না। কেউ আপনাকে ভোট দিবে না। আজকে আমি এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব।
Screenshot_2018-08-18-21-56-03.png

যদি আপনার পোষ্টটি দেখেন চিতা কমেন্ট করেছে একটা সোর্স দিয়ে দিয়েছে তো আপনি সেই সোর্সটা ওপেন করে দেখবেন যে আসলে চিতার কমেন্টটা সত্য কিনা। যদি তার কমেন্ট সত্য হয় তাহলে অবশ্যই আপনি আপনার পোস্ট এডিট করে নিবেন এবং আসল লিংক দিয়ে দিবেন। আর যদি দেখেন যে চিতার দেওয়া লিংকটা সঠিক নয় তাহলে অবশ্যই আপনাকে চিতার সঙ্গে কন্টাক করে তার এই কমেন্টটা উঠাতে হবেঋ যদি তাই না হয় তাহলে অবশ্যই আপনি তার ব্ল্যাক লিস্টে পড়ে যাবেন। যেমন আমি পড়েছি।

এর থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে অবশ্যই discord app ব্যবহার করতে হবে। কয়েকটা server আছে সে সার্ভারগুলোতে জয়েন করে এই সমস্যা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আজকে তিনটা সার্ভারের লিঙ্ক দিয়ে দিলাম। প্রথম দুইটা bangladeshi server সেখানে আপনি জয়েন হয়ে যেকোনো ধরনের সাহায্য পেতে পারেন। আর পরেরটা হল steam cleaner। আপনি এখানে জয়েন হয়ে steam cleaner এর সকল আপডেট জেনে রাখবেন। আর যদি কখনো চিতার ফাঁদে পড়েন তাহলে সর্বপ্রথম steamtuner অথবা steemit bd সাহায্য চাইবেন সেখান থেকে আপনি সাহায্য পেতে পারেন। ধন্যবাদ সকলকে।

1.steemtuner

https://discord.gg/mEcGTD7

2.steemitbd

https://discord.gg/cB9NYfW

3.steemcleaner

https://discord.gg/bZPQJUJ

Sort:  

আপনার এই পোস্ট টাও দেখি চিতাহ ধরেছে।

Congratulations @mahmudsk! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

You can upvote this notification to help all Steem users. Learn how here!

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103484.66
ETH 3290.07
SBD 5.89