স্বাধীনতা কী?

in #sadinota5 years ago

খোকা পাঠ শিখে এলি বুঝি?
গোমড়া কেন তোর মুখ,কারন খুঁজি।
অদ্ভুদ প্রশ্ন , বাবা স্বাধীনতা কী?
ও আচ্ছা, স্বাধীন ভাবে বেঁচে থাকা
এই ধর, মত প্রকাশে থাকবেনা বাঁধা
অনাহারে থাকবে না কেউ,
ও এই বুঝি স্বাধীনতা বাবা?
বুকের মাঝে যে বিপরীত ঢেউ।
অজানা প্রশ্ন খুজে চলেছি,
বাবা শিক্ষক বলে আমরা নাকি স্বাধীন জাতী?
হ্যাঁ রে বাছা,
এনেছি স্বাধীনতা, হয়েছি স্বাধীন,
বাবারে ইহা রক্ষা করা অনেক কঠিন।
তর্জনীর ইশারায় ঝাঁপিয়ে পড়ল যারা,
তারা ছিল মুক্তি কামি আত্ন হারা।
বাঁচতে কি দিয়েছে তারে,
কী আর্তনাদ পরিবারবর্গের, আহারে!
বলতে শুনেছি যম ছিল তার নখ
নখের ইশারায় কাঁপত তাঁরা,
ওই যে বলেছিনা? ওরা ছিল আমাদের শত্রু
স্বাধীনতা ছিনিয়ে নিতে চেয়েছিল যারা।
পারি নি, পারি নি , রক্ষা করতে
হে আমার স্বাধীনতা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56478.46
ETH 2384.59
USDT 1.00
SBD 2.34