আমার সে ছলনাতে জলে পুরে ছাই তুমি হয়ত

in #sad5 years ago (edited)

আমার সে ছলনাতে, জলে পুরে ছাই তুমি হয়ত !!!
হাজার মনের কাছে , সুখ খুজে সুখি আমি নইতো ।

যাবার বেলা তুমি বুক ফেটে কতোনা কেঁদেছ !!
যেতে যেতে আমাকে অপরাধি তুমি ভেবে গিয়েছো।

শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয়তো।

এ দেখাই শেষ দেখা নয়তো।
আবার হবেতো দেখা , এ দেখাই শেষ দেখা নয়তো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.039
BTC 95625.14
ETH 3355.68
USDT 1.00
SBD 3.05