Miniature roses Flower
আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি।আজকে আমি আমার প্রিয় ব্লগ এ কি করতেছি তা আমার বন্ধুদের জানাবো। আমি আর আমার বন্ধু মিলে আজকে একটু ঘুরতে আসলাম আমাদের জেলা সদরের একটি পার্কে। ঘুরাঘুরির সময় আমার কিছু ফটোগ্রাফি আমার ক্যামেরায় বন্দী করে ফেলছি। তো চলুন শুরু করা যাক। এই ফুলটা নাম আমরা বন্য ফুল বলে থাকি।অসাধারণ একটি ফুল। বন্য ফুল সব জায়গায় কম বেশি পাওয়া যায়।পার্কে অনেক ঘুরাঘুরি করলাম।আজকে শুধু বন্য ফুল এর ছবি টা দিয়ে ব্লগ করলাম। বাকি সব ঘুরাঘুরি ব্লগ আসতে আসতে তোমাদের মাঝে শেয়ার করবো। আমার ফটোগ্রাফি কেমন লাগলো তা কমেন্ট করে যানাও বন্ধুগণ।
আশা করি সকলের ভালো লাগবে