Royal Bengal TigersteemCreated with Sketch.

in #royallast year


Pixabay

বাঘ একটি হিংস্র প্রাণী। বাঘ চতুষ্পদী হিংস্র প্রাণী। এই প্রাণী যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না। বাঘ সচরাচর চিড়িয়াখানা কিংবা জঙ্গলে দেখতে পাওয়া যায়। বাংলাদেশের সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। শুধুমাত্র বাংলাদেশের সুন্দরবন এবং ভারতে কিছু জায়গায় এই বাঘ দেখতে পাওয়া যায়। রয়েল বেঙ্গল টাইগার আমাদের দেশে জাতীয় পশু। বর্তমানে রয়েল বেঙ্গল টাইগার প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তবে বাংলাদেশের সুন্দরবনের বেশ কয়েকটি রয়েল বেঙ্গল টাইগার এখনো বেঁচে আছে। রয়েল বেঙ্গল টাইগার বাঘ প্রজাতির মধ্যে সবথেকে বড় একটি প্রাণী।


Pixabay

রয়েল বেঙ্গল টাইগার উচ্চতায় দুই ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। প্রশস্ততায় প্রায় চার থেকে পাঁচ ফুট লম্বা হয়। রয়েল বেঙ্গল টাইগারের শরীরে ছোপ ছোপ কালো দাগ থাকে। রংপুর চিড়িয়াখানায় দুটি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে৷


Pixabay

বর্তমানে রয়েল বেঙ্গল টাইগার বিলুপ্ত প্রায় একটি প্রাণী। তাই রয়েল বেঙ্গল টাইগারের জন্য অভয়ারণ্য তৈরি করা হয়েছে সুন্দরবনে। সুন্দরবনের গহীন জঙ্গলে মাঝে মাঝে রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। এছাড়াও মাঝে মাঝে নদীতে সাঁতার কেটে নদীর এপার থেকে ওপার যেতে দেখা যায় রয়েল বেঙ্গল টাইগারকে। রয়েল বেঙ্গল টাইগার দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। তবে এই প্রাণীগুলো হিংস্র প্রাণী। এরা মানুষকে দেখালেই আক্রমণ করে বসে। প্রতিবছর দুই একজন করে মানুষ রয়েল বেঙ্গল টাইগারের পেটে চলে যায়।


Pixabay

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.21
JST 0.035
BTC 91680.24
ETH 3137.17
USDT 1.00
SBD 3.00