গোপাল গ্রামে গোলাপের রাজ্যে হারিয়ে গেছিলাম।।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
গোলাপের সৌরভ, অপরূপ রঙের বাহার আর ফুলচাষিদের ব্যস্ততা—এসব মিলিয়ে এক স্বপ্নরাজ্যের মতো গোপাল গ্রাম। গোলাপ চাষের জন্য প্রসিদ্ধ এই গ্রামে একদিন কাটানোর সুযোগ পেয়ে মনে হলো, প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যেতে গেলে দূর দেশে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের দেশেই আছে এমন মনোমুগ্ধকর স্থান।
এই গ্রাম পরিচিত তার বিশাল গোলাপ বাগানের জন্য। সকালবেলা গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ল সারি সারি গোলাপ গাছ, বিভিন্ন রঙের গোলাপ ফুটে রয়েছে। লাল, গোলাপি, সাদা, হলুদ—নানান রঙের গোলাপে যেন রঙিন হয়ে উঠেছে গোটা গ্রাম। কৃষকরা ফুল তুলতে ব্যস্ত, কেউ ফুল গোছাচ্ছেন, কেউ বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছেন।
গ্রামের বেশিরভাগ মানুষ গোলাপ চাষের সঙ্গে যুক্ত। এখানে উৎপাদিত গোলাপ শুধু দেশের বিভিন্ন শহরে নয়, বিদেশেও রপ্তানি করা হয়। স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা গেল, গোলাপ চাষ তাদের জীবিকার অন্যতম প্রধান উৎস। অনেকেই পরিবারসহ এই পেশার সঙ্গে যুক্ত এবং প্রতিদিন কয়েক হাজার গোলাপ বিক্রি হয়।
এখানে আসলে প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি হয়। গোলাপ বাগানে হাঁটতে হাঁটতে মনে হবে যেন স্বপ্নের রাজ্যে প্রবেশ করেছি। বিশেষ করে ভোরের কুয়াশার মধ্যে গোলাপের সৌন্দর্য আরও মোহনীয় হয়ে ওঠে। পর্যটকরা এখানে এসে ছবি তোলেন, গোলাপ সংগ্রহ করেন এবং স্থানীয় চাষিদের কাছ থেকে সরাসরি ফুল কিনতে পারেন।
For work I use:
মোবাইল |
IPhone 12 Pro Max |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
গোলাপ গ্রাম,ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |