গোপাল গ্রামে গোলাপের রাজ্যে হারিয়ে গেছিলাম।।

in #rose6 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

গোলাপের সৌরভ, অপরূপ রঙের বাহার আর ফুলচাষিদের ব্যস্ততা—এসব মিলিয়ে এক স্বপ্নরাজ্যের মতো গোপাল গ্রাম। গোলাপ চাষের জন্য প্রসিদ্ধ এই গ্রামে একদিন কাটানোর সুযোগ পেয়ে মনে হলো, প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যেতে গেলে দূর দেশে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের দেশেই আছে এমন মনোমুগ্ধকর স্থান।

IMG_2081.JPG

এই গ্রাম পরিচিত তার বিশাল গোলাপ বাগানের জন্য। সকালবেলা গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ল সারি সারি গোলাপ গাছ, বিভিন্ন রঙের গোলাপ ফুটে রয়েছে। লাল, গোলাপি, সাদা, হলুদ—নানান রঙের গোলাপে যেন রঙিন হয়ে উঠেছে গোটা গ্রাম। কৃষকরা ফুল তুলতে ব্যস্ত, কেউ ফুল গোছাচ্ছেন, কেউ বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছেন।

IMG_2041.JPG

IMG_2044.JPG

গ্রামের বেশিরভাগ মানুষ গোলাপ চাষের সঙ্গে যুক্ত। এখানে উৎপাদিত গোলাপ শুধু দেশের বিভিন্ন শহরে নয়, বিদেশেও রপ্তানি করা হয়। স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা গেল, গোলাপ চাষ তাদের জীবিকার অন্যতম প্রধান উৎস। অনেকেই পরিবারসহ এই পেশার সঙ্গে যুক্ত এবং প্রতিদিন কয়েক হাজার গোলাপ বিক্রি হয়।

IMG_2040.JPG

এখানে আসলে প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি হয়। গোলাপ বাগানে হাঁটতে হাঁটতে মনে হবে যেন স্বপ্নের রাজ্যে প্রবেশ করেছি। বিশেষ করে ভোরের কুয়াশার মধ্যে গোলাপের সৌন্দর্য আরও মোহনীয় হয়ে ওঠে। পর্যটকরা এখানে এসে ছবি তোলেন, গোলাপ সংগ্রহ করেন এবং স্থানীয় চাষিদের কাছ থেকে সরাসরি ফুল কিনতে পারেন।

IMG_2046.JPG

For work I use:


মোবাইল
IPhone 12 Pro Max
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
গোলাপ গ্রাম,ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
গোপাল গ্রামে একদিন কাটিয়ে মনে হলো, প্রকৃতির কাছাকাছি যাওয়ার এ এক অপূর্ব সুযোগ। গোলাপের রাজ্যে হারিয়ে গিয়ে শিখলাম, শুধু সৌন্দর্য নয়, এই ফুল অনেক মানুষের জীবিকা, অনেক স্বপ্নের বাহক। এই গ্রামের সৌন্দর্য, শ্রম আর ভালোবাসার গল্প যেন হৃদয়ে চিরস্থায়ী হয়ে রইল।

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 97348.17
ETH 2640.00
USDT 1.00
SBD 5.05