Rose
সবসময় শুধুই তোকে ছুঁই, স্বপ্নে জাগরণে শুধু তোকেই ছুঁই। কে জানে কে তুই। যার কারণে রবি ঠাকুরের গানগুলো আজ বড্ড প্রিয়। যার কারণে ফিরে পেলো এই বোবা মুখ ও ভাষা । কে জানে কে তুই। তোতেই শুধু মন আর মনের মাঝে তুই।যে তোর মতো থাকতে, তোর হয়ে থাকতে চায়।অবহেলা করলেও মনেহয় তুই কাছে টানিস। অনুভূতিগুলো জমতে জমতে মনেহয় ফেটে পরার সময় হয়েছে। আবেগগুলোর লজ্জা পাওয়ার ভয়ে হারিয়ে যাবার সময় হয়েছে। আর ভালোবাসা ,সেতো রাতের দূরপাল্লার ট্রেন এর হর্ন এর মতো , কানে এসে পৌঁছলেও তারে ছোঁয়া যায় না। তবুও তোতেই দহন হতে ভীষণ ইচ্ছে যায়। দীর্ঘ দহন ই হয়তো তোতে মেশার একমাত্র উপায় ।