Rose Flower

in #rose3 years ago (edited)

Rose Flower
ঘর সাজাতে ফুল, বর সাজাতে ফুল, মন সাজাতেও ফুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে মনের আকুতি প্রকাশ। ফুল একটা সৌন্দর্যের প্রতীক যা সাবার কাছে প্রিয় এবং সর্বজন স্বকৃত। ফুল ভালবাসেনা এমন লোক পৃথিবীতে বিরল। আর এই ফুলের মধ্যে একটি ফুল হল গোলাপ যাকে ফুলের রাণী বলা হয়। পৃথিবীর সকল দেশেই এই ফুল খুবই সমাদৃত। এই ফুলের নয়নাভিরাম দৃশ্যে সকলের মনকে আকৃষ্ট করে। শুধু তাই নয় আমাদের দেশে এই গোলাপ ফুলের উপর নির্ভর করে অনেকেই জীবিকা অর্জন করে থাকে। কেউ এই ফুল সরাসরি বাজারে বিক্রয় করে আবার কেউ কেউ এই ফুলের চাঁরা উৎপাদন করে বাজারে বিক্রয় করে জীবন অতিবাহিত করে। গোলাপ ফুল সাধারণত বীজ থেকে চাঁরা তৈরী করা হয় না। চাষীরা ডালের মাধ্যমে চাঁরা উৎপাদন করে থকে। জমিতে বেড তৈরী করে বড় গোলাপের গাছ থেকে ডাল কেটে বর্ষার প্রারম্ভে লাগিয়ে দেওয়া হয়। অতঃপর এখান থেকে শিকড় বের হয়ে নতুন গাছে পরিণত হয়। সাধারণত এক বছর লাগালে প্রথম বছর একটু কম পরবর্তীতে ঐ গাছে প্রচুর ফুল দেখা যায়। গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। যেমন লাল, সাদা, কমলা, নীল, কালো ও হলুদ প্রভৃতি। প্রায় সব গোলাপই মানুষের প্রিয় কিন্তু তার মধ্যে লাল গোলাপটি সবচেয়ে বেশি জনপ্রিয়। সাজানোর কাজে এই গোলাপটি বেশি ব্যবহৃত হয়। অন্যান্য গোলাপের ফলন একটু কম। সাধারণত মেয়েরা নিজেকে সাজাতে গোলাপ খুবই পছন্দ করে। তা ছাড়া প্রিয়জনকে উপহার দিতে এই গোলাপ ফুলের জুড়ি নেই। যেহেতু এত জনপ্রিয় এই গোলাপ ফুল তাই প্রতিটি বাড়িতে দু-একটা গোলাপ ফুলের গাছ তৈরী করে বাড়ীর শোভা তথা মনের শোভা বর্ধনের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়ে উঠুক এই কামনাই করি।

Go1.jpg

Go2.jpg

Go3.jpg

Go4.jpg

Go5.jpg

Go6.JPG

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.21
JST 0.035
BTC 91725.82
ETH 3121.39
USDT 1.00
SBD 3.12