ভালোবাসার হাতেখড়ি (রোমান্টিক গল্প)

in #romantic10 months ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ/আদব
আশা করি সবাই অনেক ভাল আছেন।

              ‌ভালোবাসার হাতেখড়ি 

মোঃ রাশেদুজ্জামান জিহাদ

অসম্ভব সুন্দর পথ চলা হলো ভালোবাসার। তুমি সেই যে আমার ভালোবাসার প্রথম হাতেখড়ি। তোমাকে ভালোবেসে আমি বুঝেছি ভালোবাসা আসলে কি? আমার যত কবিতা ও গল্প শুধু তোমাকে নিয়েই লেখা। আমি পাখির কোলাহলে শুনতে পাই তোমার সুমিষ্ট কন্ঠ ও সুন্দর সুর।

তাইতো আমি বলি যে, প্রিয়ার চেয়ে প্রিয় হলো প্রিয়ার মুখের ভাষা। দিনে অনেক মানুষের কন্ঠস্বর শুনতে পাই তবুও জানিনা কেন তোমার কন্ঠস্বর শোনার জন্য আমি ব্যাকুল হয়ে উঠি।

তোমার কন্ঠস্বরের টানে ঘুমাতে দেয়না আমার মস্তিষ্ক। বাসা থেকে বের হলেই দেখতে পাই শত শত সুন্দর রমনি কিন্তু আমি তবুও শুধু তোমাকেই খুঁজে থাকি।

তোমাকে একদিন না দেখলে আমার হৃদয় পাখি গান গাইতে ভূলে যায়। তোমাকে একদিন না‌ দেখলে আমার হৃদয় গহিনে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাইতো আমার পাগল ও অবুঝ মন তোমাকেই খুঁজে বেড়ায়।
তোমার আশেপাশে সবসময় থাকতে চায় আমার আত্মা।

1713279022681-01.jpeg

আমি এবং তুমি যখন ঘুমিয়ে যাই তখন আমাদের আত্মাগুলো একসাথে ঘুরে বেড়ায়। যেদিন তোমার সাথে আমার প্রথম হয়েছিল দেখা সেদিন থেকে শুরু হল আমার রোমান্টিক গল্প লেখা। তুমি আজ আসবে বলে আমি সেজেছি রোমিও অন্তরে জেগেছে ফাগুন।

ধন্যবাদ জানাই কমিউনিটির সবাইকে ♥️

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 87463.19
ETH 2176.24
SBD 0.64