আমার জীবনের কিছু কথা || পাঠ...১❤️

in #roki003last year

হাই আমার ভাই ও আমার নতুন বন্ধুরা আসা করি তোমাদের রবের দোয়ায় সবায় ভালো আছো।
আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহ রহমতে অনেক ভালো আছি।

আমার এই গল্প টা আমি আমার নিজের কাহিনী দিয়ে লিখতে চায়।
ভালো লাগলে বন্ধুরা আমার পাশে দারাবেন।

তো শুরু করা যাক...

আমি.....

IMG_20231027_195727.jpg

আমি একজন গরিব ঘরের ছেলে। আমার বাবা একজন কৃষক যাদের কোনো রকম ভাবে সংসার চলে যায়।
এই ভাবে আমার বাবা মা আমার দেখা শোনা ও পড়া শুনা চালায়।
আমি ওতটা ছাত্র ভালো ছিলাম না। কিন্তু বাবা মা তো চায় ছেলে কিছু না কিছু করে দারাগ নিজের পায়ে দারাগ তাই বাবা মায়ের কথা ভেবে আমি পড়া শুনা করে যায়।
যখন আমি ট্রেন এ পাশ করি তখন আর আমার পড়ার ওপর মোন বসে না কারন বাবা মায়ের কষ্ট দেখে তাদের পাশে দারাবার ইচ্ছা হয় কিন্তু তবুও বাবা মা হাল ছারে নি।
ট্রেন পাশ করার পর আমি সেনাবাহিনীর মাটে যায় খুব আশা করে যে এই বার মনে হয় আমার বাবা মায়ের কষ্ট দুর হবে কিন্তু তাও পারলাম না চাকরিটা হলো না।

বাকি গুলো পাঠ ২ য়ে বলবো বন্ধু রা মজা তো নাই এক বারে চলে যাবে।

ও ছরি বন্ধুরা আমার বাবা মায়ের সাথে তো আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হলো না :

IMG_20230226_080801.jpg

এটা গল্গ নয় এটা কিন্তু আমার জীবনের কিছু কথা.. আসা করি পাঠ ২ ও পরতে চান।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95787.87
ETH 2804.41
SBD 0.67