ভালোবাসা রঙ বদলায়।কথাটা চিরন্তন সত্য,

in #rn2 years ago

ভালোবাসা রঙ বদলায়।কথাটা চিরন্তন সত্য,
যারা এখন গভীর প্রেমে আছে তারা হয়ত কথাটার দ্বিমত করবে।কোনো ব্যাপার না।একটা সময় পর তারাও বুঝতে পারবে।
তাই ভালোবাসার মানুষ না খুঁজে একজন ভালোমানুষ খুঁজো।কারণ ভালোমানুষের আর কিছু না থাকুক একটা সুন্দর মন থাকে।
সে তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করবেনা,
সবসময় তোমাকে ভালো রাখার চেষ্টা করবে,সম্মান করবে,কষ্ট দিবেনা,অন্যায় করবেনা!আপনার ছোট ছোট ভুল রাগ অভিমান গুলো প্রায়োরুটি দিবে!আপনার ভালো মন্দ দিন শেষে গায়ে মাখিয়ে নিবে।
আপনার হাসিটায় ওর সুখ,
ছেড়ে যাবেনা।ভালোবাসা তো এগুলাই।তাই জীবনে ভালোবাসার মানুষ আসার চেয়ে ভালোমানুষ আসাটা এখন বেশি জরুরি।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 91880.20
ETH 2498.95
USDT 1.00
SBD 0.68