কিছু কষ্টের কথা ছন্দ

3.jpg

(১) ভালোবাসা সবার জীবনে আসে। কেউ হয়তো সারাজীবন স্বপ্ন দেখে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে কাটাতে পারে। কিছু মানুষের সৌভাগ্য হয় বাস্তব জীবনে ভালোবাসার মানুষটির উপস্থিতি উপভোগ করার!!!!!!

(২)বলতে পারিনা আছে কিছু কথা ”সইতে পারিনা এমন কিছু কষ্ট আছে .ফুল আছে এমন কিছু তুলতে পারিনা.আর মনের এমন কিছু মানুষ আছে ভূলতে পারিনা

(৩) যদি চোখ দিয়ে পড়েএক বিন্দু জল ,, সেই জলের ফোটা তোমার কথা বলে সুধু .. তুমি মনের কথা বুঝনা তাই মুখে বলি ,, তোমায় ভালবেসে যাই শত আঘাতের পরেও..!!

(৪) মানুষ ৬ বার জীবনে হেরে যায়।(1)টাকার কাছে।(2)ভালবাসার কাছে।(3)সময়ের কাছে।(4)বিবেকের কাছে।(5)বন্ধুত্বের কাছে।(6)অবশেষে মরণের কাছে।

(৫) তখন কাঁদবে কি ? ঘুমাবো যখন চির নিদ্রায় .. রাখবে মনে কি তখন ?যাবো যখন না ফেরার দেশে চলে .. ।তখন ডাকবে কি ?? যখন তোমার ডাকে সাড়া দিবনা..।

(৬) অন্ধ ভালবাসার গন্ধ বেশি,সুবাস বেশি নকল ভালবাসার , সত্য প্রেমে রাগারাগি»হাসাহাসি নকল প্রেমে ,বুঝবে যেদিন খুজবে তাকে অবহেলা হারালে যাকে।
<https://classyfact.com/rhythm-of-some-hardships/>

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 91906.48
ETH 2349.28
SBD 0.63