পুরান ঢাকার বিখ্যাত বিফ হোটেলের ব্রাঞ্চ এখন মিরপুরে।। প্রথম পর্ব।।

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

পুরান ঢাকায় বেশ কয়েকদিন ধরে একটি হোটেল জনপ্রিয়তা লাভ করেছে। সে হোটেলটির নাম হল বিফ হোটেল। তাদের বিফ কাচ্চি সব থেকে বেশি জনপ্রিয়। যখন সোশ্যাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তা দেখি, তখন সেখানে যাওয়ার আগ্রহটা বেশ বেড়ে যায়। তবে পুরান ঢাকায় যাওয়াটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য। কেননা পরান ঢাকায় অনেক বেশি জ্যাম থাকে। আর আমাদের থাকা হয় মিরপুরে, এখান থেকে সেখানে শুধু খাওয়ার জন্য যাওয়া এক প্রকার বিলাসিতা হয়ে দাঁড়ায়। তাই আগে দেখলেও সেখানে যাওয়া হয় নাই।

IMG20250124154000.jpg

তবে সেই ব্রাঞ্চটা এখন মিরপুর দেওয়া হয়েছে। এখনো তাদের ব্রাঞ্চের কাজ ভালো হবে শেষ হয়নি তারপর দেখা যায় তাদের এই হোটেলে মানুষের ভিড় লেগেই থাকে। জনপ্রিয় হওয়ার কারণে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এটি পরিণত হয়েছে। এবং তাদের ডেকোরেশন টা অনেক সুন্দর ছিল। দেওয়ালিতে পুরান ঢাকার মানুষের খাবার খাওয়ার ছবি আর্ট করা ছিল।
IMG20250124150417.jpg

IMG20250124150401.jpg

তাদের খাবারে মেনু কার্ডটা অনেক সুন্দর ছিল। এবং তাদের এখান থেকে পার্সেল নেওয়ার সুযোগ আছে। যেটি তাদের মেনু কার্ডের ভালোভাবে উল্লেখ করা আছে। তবে তাদের খাবারের দামগুলো একটু বেশি ছিল।

IMG20250124150515.jpg

চারদিকে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। আর সেজন্যই এখানে এসে সুন্দর একটি পরিবেশ পেয়েছিলাম। আমাদের ইচ্ছে ছিল এখানে যতগুলো আইটেম আছে সবগুলো আজকে আমরা টেস্ট করব। তারি ধারাবাহিকতায় আমরা অনেক কয়েকটি আইটেমের অর্ডার দেই।
IMG20250124150531.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
মিরপুর, ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
আজকের পর্ব এ পর্যন্তই আগামী পর্বে দেখা হবে বাকি অংশ নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ।।

Sort:  

আরে বাহ চমৎকার তো পুরান ঢাকার বিফ হোটেল এখন মিরপুরে যেটা দেখেই তো বেশ ভালো লাগছে। আসলে তাদের মেনু দেখেই তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। যাইহোক অসংখ্য ধন্যবাদ নতুন একটা হোটেল সম্পর্কে আমাদেরকে অবগত করার জন্য ইনশাল্লাহ খুব দ্রুত যাওয়ার চেষ্টা করব ভালো থাকবেন।

হুমম সময় হলে আসতে পারেন। খুবি সুন্দর একটি রেস্টুরেন্টে। বিশেষ করে তাদের বিফ কাচ্চি টা অসাধারণ ছিলো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.036
BTC 98327.91
ETH 3042.37
SBD 4.91