বড়োদেরকে সম্মান এবং ছোটোদেরকে ভালবাসুন

in #respect7 years ago

আমাদের বাংলাদেশে এই প্রথাটি চালু আসে। আমরা বোরদেরকে সম্মান এবং ছোটদেরকে ভালবাসি। কিন্তু এমন সমাজ আসে যে গুলতে এই কাজটি করা হই না। 

বিশেষ করে যারা সমাজের বুকে বড় ছোট মানে না। এরা । এরা বড়োদের অসম্মান করে। রাস্তার বাজে বখাতে ছেলে।

এরা সমাজ থেকে নিক্রিস্ত। সমাজের মানুষ কখনও এদের কে ভাল চোখে দেখে না। এরা সমাজ কে উস্রিঞ্ছল করে তোলে। আমারা সমাজে সান্তি এবং সুস্ত ও সুন্দর করে জীবন যাবন করতে চাই। সমাজের প্রত্যেক মানুষ ে এই সুন্দর ভাবে থাকতে চাই । আর এরা সমাজের বুকে  বাস ও যোগ্য করে  তোলে। সমাজের বুকে এরা নেশা জাতিও সামগ্রি ব্যবহার করে থাকে।  সমাজের মানুষ এদের জন্য বিরক্ত হইয়া গেছে।  কেও যদি উচিদ কথা বলে তার উপর চলে কঠোর বাবস্তা । আর এরা সমাজেরমানুষ কে সান্তিতে বসবাশ করতে দেই না।

সুতরাং সুস্ত ও ভাল জীবন যাবন করতে হলে সমাজ থেকে এদের কে বিতাড়িত করতে হবে। আর তাতেও যদি কাজ না আইনের বাবস্তা নিতে হবে।

সবাই ভাল এবং সুস্ত থাকবেন। আমার পোস্ট যদি ভাল লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্ত আব০ং ভাল থাকুন । 
Sort:  

This post has received a 12.99 % upvote from @booster thanks to: @sadmankhan.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.27
JST 0.040
BTC 102367.04
ETH 3705.53
USDT 1.00
SBD 3.23