চোরকে নয় চুরিকে ঘৃনা করুন ল
source
ধর্ম, ধর্ম সেই স্লোগানের চক্করে পড়ে আমরা বেমালুম ভূলে যাই ভূলটা কার । আমরা চূরির অপরাধে পায়ূপথে নল ঢুকিয়ে মেরে ফেলতে পারি কিন্তু কোনভাবেই জিজ্ঞেস করার ইচ্ছে হয়না চুরিটা সে কেন করছে। আসলে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি এর মধ্যে। অন্য কোন দৃষ্টি ভংগিই হয়তো আমাদের সাথে যায়না। সমাজ থেকে অন্যায় অসংগতি আমরা ঠেংগিয়ে দূর করতে চাই , অন্যায় অসংগতিটা ঠিক করতে চাইনা। দূর করা আর ঠিক করার মধ্যে পার্থক্যটা নিশ্চই বোঝতে পারছেন! বোঝতে চেষটা করুন। আপনি হয়তো ভাবতেও পারবেন না যে আপনার কাছে চোর তার পেছনের কাহিনীটা কতোটা মর্মান্তিক। তাই প্রহার করার আগে তাকে জানুন, নিজেকে একজন রাসুলের অনুসারী করে গড়ে তুলুন। শুভ জুম্মা মোবারক
ঠিক কথা বলেছেন ভাই। আমাদের কে চোর তৈরির কারন টাকে বন্ধ করতে হবে। সমাজটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন কাউকে আর চুরির পেশা বেছে নিতে না হয়।
Posted using Partiko Android
Thank you
As a follower of @followforupvotes this post has been randomly selected and upvoted! Enjoy your upvote and have a great day!
ঠিক কথা বলেছেন ভাই। আমাদের কে চোর তৈরির কারন টাকে বন্ধ করতে হবে। সমাজটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন কাউকে আর চুরির পেশা বেছে নিতে না হয়।
Posted using Partiko Android