মুসলিম জাতির উদ্দেশ্যে একজন ইহুদি যুবকের মেসেজ

in #religion7 years ago

==================================
আমি একজন ইহুদি । এতে আমি গর্বিত । কেননা দুনিয়ায় আজ আমাদেরই রাজত্ব । জিহাদে তোমাদের সাথে পেরে উঠতে না পেরে আমরা কি করেছি জান ?? খুব সহজে তেমাদের যুবতিদের থেকে পর্দা উঠিয়ে দিয়েছি । কোরআনের শিক্ষা থেকে তোমাদের সরিয়ে দিয়েছি । তোমাদের কাছে আমাদের পোশাক পাঠিয়ে দিয়েছি, আমাদের সংস্কৃতি পাঠিয়ে দিয়েছি, আমাদের সভ্যতা রপ্তানি করেছি ।
তোমাদের শপিংমলগুলোর দিকে তাকাও । কি দেখতে পাচ্ছ ?? সব উলঙ্গ পোশাকের মেলা । তাই না ? মজার ব্যাপার হল, তোমরা বড় সহজে তা গ্রহণ করে নিয়েছো । তোমারা কি জান না ?? লুত সম্প্রদায়ের এই হাল ছিল ?? কত নির্বোধ তোমরা !! হাহাহা ।
তোমরা শ্লোগান দেও, ইহুদিরা আমাদের পবিত্র ভূমি ছিনিয়ে নিয়েছে, আমাদের প্রথম কিবলা দখল করে রেখেছে, কোরআন সুন্নাহকে শেষ করে দিচ্ছে, কিন্তু কই ?? কি করেছ তোমরা ?? কিছুই করতে পারনি । পারবেও না । হাহাহা ।
দৃষ্টি মেলে তাকাও, রাস্তায় রাস্তায় তোমাদের যুবতিরা ঘুরে বেড়াচ্ছে । আহ ! কি খুশির কথা ! তোমাদের অবস্থা সূচনীয় । তোমরা মুসলমানরা শেষ হয়ে গেছো । প্রভূ আমাদের সহায় হোন । তোমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা বদলে দিয়েছি । সেখানে ইসলাম বলতে কিছুই নেই । আছে কিছু বিকৃত মতবাদ । টেলিভিশনে দিয়েছি সব নিচু মানুষিকতার প্রগ্রামস । তোমাদের এখন চুপচাপ থেকে আমাদের বাতলানো পথে চলাই ভালো । যদি বাঁচতে চাও । আর দেখে যাও আমাদের প্রোগ্রামগুলো ।
আমরা তোমাদের যুবকদের মগজকে নষ্ট করে
দিয়েছি । এক সময় তোমরা বড় সম্মানী জাতি ছিলে । এখন আমরা সম্মানী । তোমাদের যুবকরা আমাদের হাতের দিকে তাকিয়ে থাকে । তোমরা এখন চাকর জাতি । আমরাই তোমাদের এখন পরিচালনা করি ।
তোমাদের জাতীয় ভাষাকে আমরা বদলে দিয়েছি । যে ভাষায় কোরআন, যে ভাষা স্বর্গের, যে ভাষা তোমাদের নবীর । এখন তোমরা আমাদের ভাষা শিখে, আমাদের ভাষায় (হাই, হ্যালো, মার্সি ইত্যাদি) কথা বলতে পেরে গর্ববোধ কর । এখন তোমরা আরবি ভাষাকে অহেতুক মনে কর । হাহাহা ।
তোমরা একতাবদ্ধ থাকো সেটা আমাদের পছন্দ হয়নি । তাই তোমাদের মসজিদে মসজিদে বিরোধী ফিরকা তৈরি করে দিয়েছি । এখন তোমরা মুসলমান মুসলমানের সাথেই লড়ছো । আমরা তোমাদের দ্বীনকে বড় গভীরভাবে অধ্যায়ন করেছি এবং ছোট ছোট মাসআলা দিয়ে
তোমাদের মধ্যে ফিরকা তৈরি করেছি । তোমরা এখন সেই আগুনেই পুড়ে মরছো । এখন তোমাদের বাচ্চারা সিরিয়াল দেখে দেখে বড় হয় । আর তোমরা তাদেরকে শান্ত রাখতে সিরিয়ালে মত্ত রাখো আর নিজেরা ডুবে থাকো অন্য সিরিয়ালে । হাহাহা ।
অধ্যায়ন থেকে তোমাদের দূরে রাখতে আমরা বিভিন্ন ধরনের গেমস আবিষ্কার করেছি । যাতে তোমরা গেমসে ব্যস্ত থেকে কোরআনের জ্ঞানার্জন করতে না পার । কোরআনকে ভুলে যাও, তোমাদের আলেমদের ভুলে যাও, মুসলিম বিজ্ঞানীদের ভুলে যাও ।
তোমাদের নতুন প্রজন্ম এমন প্রজন্ম, যারা সত্য বলতে ভয় পায়, সত্য না বলাকে হেকমত মনে করে । আমরা তোমাদেরকে এমন এক মিডিয়া দিয়েছি যাতে সারাদিন পড়ে থাকা যায় ও নামাজ, কোরান থেকে দুরে রাখা যায় । এটা আমাদেরই সফলতা । হাহাহা ।
আমরা ইহুদি জাতি এই কথার উপর গর্ব করি যে, আমারা সংখ্যায় অতি নগণ্য হয়েও তোমাদেরকে আজ তরকারির ন্যায় খরিদ করে নিয়েছি । আর এতে তোমরা মোটেও চিন্তিত নও । বরং আমাদের অধিনে কাজ করতে পেরে তোমরা গর্ববোধ কর । প্রভূ আমাদের কৃপা করুন । যাতে একজন মুসলিমও না থাকে ।
[ একটি আরবি লিখা থেকে অনুবাদ করা ]

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.040
BTC 92112.64
ETH 3217.90
USDT 1.00
SBD 7.75