মুখেভাতে কুটুম মেলা।১০%প্রিয়,লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম/আদাপ,

কেমন আছেন, বন্ধুরা। আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের ভালবাসায় ভালো আছি। আমার একমাত্র ভাতিজির মুখেভাত নিয়ে আজকের লেখা। আশা করছি, ভালো লাগবে।বলে রাখা ভালো,যে আমাদের এলাকায় আত্মীয়-স্বজনদেরকে সাগাই/কুটুম বলে থাকি।

শীত মানেই উৎসবের আমেজ।চলমান বাংলায় শীতকালেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।গায়ে,হলুদ,বৌঁভাত,মুখেভাত, সুন্নাতে খাৎনা,জামাই মেলা, পিঠা উৎসব ইত্যাদি আয়োজন,শীতকে আরো অনুষ্ঠান মুখর করে তুলছে।
20220114_162217 (1).jpg

ঠিক,আমাদেরও ব্যতিক্রম ঘটেনি।গত শুক্রবার ছিল,আমার একমাত্র ভাতিজি সুমাইয়া জান্নাত জারার মুখেভাত।

বৃহস্পতিবার সকালে,জারার বাবা জাহাঙ্গীর আলম ও আমি, নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।বলে রাখি,জারার বাবা হলেন আমার বন্ধুবর মামাতো ভাই।শহর থেকে নানা বাড়ি প্রায়১৫কিলোমিটার দূরে হওয়ায় পরিবহনে একটু বেশি সময় লাগলো।

image (3) (1).jpg

বাসায় পৌঁছানো মাত্রই কেনাকাটার দায়িত্ব আমাকে নিতে হলো।পরিকল্পনা করে কিছু কাজ ভাগ করে দিই। দুপুরের মধ্যেই কাঁচা বাজার সহ সকল কেনাকাটা সম্পন্ন করা হয়।তারপর সামগ্রিক ডেকোরেশন।
image (4).jpg
তাই সন্ধ্যা,হতে না হতেই সকল আত্মীয়-স্বজন আসা শুরু করে দেয়।যদিও অনুষ্ঠানটি ছিলো শুক্রবার দুপুরে।অনেকেরই বাসা দূরে হওয়ায়,আগের রাতেই এসেছিলো।

image (8).jpg

নতুন পুরাতন সকল আত্মীয় মিলে এ যেন মুখেভাতের আড়ালে চলছে কুটুম মেলার মহাউৎসব।গানের বিকট শব্দে, আমি যুক্ত হতে পারিনি আমাদের হ্যাংআউট পর্বে। যাই হোক,রাত দশটার পর শুরু হয়ে গেল সকলের পরিচিতি পর্ব।তারপর নিজের সৃজনশীলতা দেখানো।কেউ গান,কবিতা,নাচ কৌতুক,কেউবা ছোট গল্পের মাধ্যমে নিজেকে উপস্থাপন করলো।তারপর সবাইকে ঘুমানোর জায়গা করে দিতে হলো। এদিকে,পরের দিনের মুখেভাতের মৌলিক অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা আবার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলাম। তারমধ্যে অতিথি গ্রহণ,রান্নাবান্নায় রাধুনী,পরিবেশন,জারাকে সাজানো ইত্যাদি।

জারার মুখেভাতের মৌলিক অনুষ্ঠানটি নিয়ে দেখা হবে আরেকটি পর্বে।সে পর্যন্ত সবার ভালো থাকার শুভ প্রত্যয় নিয়ে আমি আজকের পর্ব এখানেই শেষ করছি।

ভালো লাগলে,অবশ্যই জানাবেন।আপনাদের উৎসাহ আমার পরবর্তী লেখার পাথেয়।সকলের প্রতি ভালবাসা ও শুভকামনা
ভালো থাকুক আমাদের প্রিয় প্লাটফর্ম@amarbanglablog

বিষয়মুখেভাতে কুটুম মেলা
বর্নণা@kamrul8217
ডিভাইসSamsung A32
লোকেশনw3w
তারিখ১৫ জানুয়ারি ২০২২

আমি@kamrul8217 যুক্ত আছি, বাংলাদেশ থেকে।গল্প লিখি।
মানুষকে ভালবাসি,মানুষের কল্যানে কাজ করে যেতে যেতেই পথ চলা।আর সেই পথকে, প্রসস্থ্য করতে আমার সাথে আছে, আমাদের প্রিয় প্লাটফর্ম@amarbanglablog

Sort:  
 3 years ago 

আমাদের ভাতিজির জন্য রইলো অফুরন্ত ভালোবাসা । দোয়া করি জীবনে মানুষের মত মানুষ যেন হয় । পোস্টটি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। পড়ে খুব ভালো লাগলো । আত্মীয় স্বজন এক সাথে হলে খুব ভালো লাগে সবার । আশা করছি সেই সুন্দর সময় পার করেছেন আপনি । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য । শুভ কামনা ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে । ভালো থাকবেন 💕

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছাতে সহায়ক ভুমিকা পালন করবে।তবে আপনার মতো,আমিও আশাবাদী একজন সাধারন শ্রেনীর মানুষ। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন,আমার ভাতিজি একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠুক।আপনার জন্যও ভালবাসা অবিরাম প্রিয়;

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95665.65
ETH 2816.40
SBD 0.67