You are viewing a single comment's thread from:
RE: মুখেভাতে কুটুম মেলা।১০%প্রিয়,লাজুক শেয়ালের জন্য।
আমাদের ভাতিজির জন্য রইলো অফুরন্ত ভালোবাসা । দোয়া করি জীবনে মানুষের মত মানুষ যেন হয় । পোস্টটি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। পড়ে খুব ভালো লাগলো । আত্মীয় স্বজন এক সাথে হলে খুব ভালো লাগে সবার । আশা করছি সেই সুন্দর সময় পার করেছেন আপনি । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য । শুভ কামনা ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে । ভালো থাকবেন 💕
আপনার সুন্দর মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছাতে সহায়ক ভুমিকা পালন করবে।তবে আপনার মতো,আমিও আশাবাদী একজন সাধারন শ্রেনীর মানুষ। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন,আমার ভাতিজি একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠুক।আপনার জন্যও ভালবাসা অবিরাম প্রিয়;