সম্পর্কের টানাপোড়েন যখন শুরু হয় !!!!.....🤔🤔🤔

nee.82.jpg

স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে স্বাগত জানাই
Published by Akash Barua
সম্পর্কের টানাপোড়েন যখন শুরু হয় !!!!.....🤔🤔🤔

দীর্ঘ দিনের প্রেমের শেষে প্রেমিক প্রেমিকা যখন বাস্তবতার সম্মুখীন হয়,,তখন তাদের মধ্যে যেসব বিষয়ে দ্বন্দ্ব শুরু হয় সেগুলা খুব সংক্ষিপ্ত আকারে এখানে গল্পাকারে তুলে ধরা হলো... আশা করি আপনাদের ভালো লাগবে.....

গল্পটি পুরাটাই কাল্পনিক, এই গল্পের চরিত্র এবং কথোপতন গুলাও কাল্পনিক... যদি কারো বাস্তব জীবনের সাথে গল্পটি মিলে যাই তাহলে সেটা নিয়ে লেখক কোনোভাবেই দায়ী নই.......

এই গল্পের প্রধান দুইটি চরিত্রের নাম হলো নীল আকাশ এবং পরী..... তাদের দুইজনের পরিচয় ফেসবুকের সৌজন্য।....
প্রতিদিন গভীর রাত পর্যন্ত তারা চ্যাটিং করতো। এভাবেই আস্তে আস্তে তাদের ভিতর রিলেশন শুরু হয়..একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসতে শুরু করে এবং সেটা দুইজনেই প্রকাশ করে তাদের মাঝে।দুইজনেই কমিটমেন্ট করে যে তারা কেউ কখনো কাউকে ভুলে যাবে না এবং তারা কেউ কাউকে অবিশ্বাসও করবে না...কিন্তু তখনো তাদের মধ্যে একবারও দেখা হয়নি।

নীল এবং পরী থাকতো দুই শহরে। নীল প্রচন্ড ব্যস্ত ছিল রাজনীতি নিয়ে পাশাপাশি সে একটা পার্ট টাইম চাকরি করতো, তাই সেই তার প্রেমিকার সাথে দেখা করার সময় তখনো বার করতে পারেনি...
পরী কলেজে পড়া-লেখা করতো এবং তার মা বাবার প্রচন্ড নজরদারি ছিল মেয়ের প্রতি। তাই পরীও মন থেকে নীলকে চাপ দিতো না দেখা করার জন্য....
যাহোক একদিন তাদের মধ্যে চরম বিরোধ দেখা দেয় চ্যাট করার সময়....

এখানে শুধু সেদিনের কতপতনগুলাই তুলে ধরা হলো.প্রতিদিন রাত ১২ টাই তাদের চ্যাটিং শুরু হয় এবং শেষ হয় রাত ৩ টায়. ..পরী অনলাইন এ এসে নীলের জন্য অপেক্ষা করছে.. প্রতিবারের মতো আজকেও নীলের নেটে আসতে আসতে ১২:২৫ হইয়া যাই.... এইটা নিয়ে পরীর অভিমান সবসময় লেগেই থাকতো.....যাহোক সেদিনের চ্যাটিংয়ের চুম্বক অংশটা আপনাদের জন্য শেয়ার করা হলো---
পরী:- এই তোমার এতো দেরি হলো কেন আসতে?
নীল:- ঝামেলাই ছিলাম একটু. সরি বেবি...
পরী:- তোমার তো ঝামেলা সবসময় থাকে,
নীল:- কি করবো তুমি তো সব জানোই?.
পরী:- আচ্ছা তুমি এতোরাত পর্যন্ত কি দেখো কিংবা কি করো যে বাইরে?
নীল: হেই শুনো,আমি একটু ড্রেস চেঞ্জ করি,প্লিজ দশমিনিট অপেক্ষা করো.
পরী:- ছেলেদের ড্রেস চেঞ্জ করতে এতক্ষন লাগে নাকি?...
নীল:- হুম,আমার একটু টাইম লাগে...
পরী:- কেন লাগবে,মেয়েদেরও তো এতক্ষন লাগে না..
নীল:- আচ্ছা, তোমার কতক্ষন লাগে?..
পরী:- আমার একঘন্টা লাগে...
নীল:- ওহঃ, এই অবস্থা তাহলে....
পরী:- হাম, কোনো সমস্যা??
নীল:- না, আচ্ছা তুমি একঘন্টা ধরে তোমার কি কি কাপড় চেঞ্জ করো যে??
পরী:- সেটা যখন বিয়ে করবে আমায় তখন দেখতে পারবে...
নীল:- ওহঃ আচ্ছা,,, এখন কি বলা যাই না ??
পরী:- না, ফাজলামি শুরু করছো এখন, তাই না?
নীল:-- ধ্যাৎ না..
পরী:- হেই,তুমি ধ্যাৎ বল্লে কেন?
নীল:- আচ্ছা, সরি। . এখন যাচ্ছি আমি ড্রেস চেঞ্জ করতে...
পরী: হ্যাম, কুইক আসবে কিন্তু...
নীল:- ওকে ওকে...
পরী:- আসলে তাও দেরি করলে আবারো.
নীল:- হ্যাম, একটু লেট....
পরী:- আচ্ছা নীল, তোমার মা কে কখন বলবা আমার কথা??..
নীল:- জীবনেও বলতে পারবো না, তোমাকে না আগেই বলেছি সেটা...
পরী:- কেন,উনি কি আমায় মেনে নিবেন না??
নীল:- না, কখনো মানবে না,,ulta আমায় ischemoto pitabe...
পরী:- তাহলে কি করবা??
নীল:- আমি তো আগেই বলেছি তোমাকে নিয়ে পালিয়ে যাবো যে আমি....
পরী: ওহঃ,, কিন্তু amake কি ঢাকা or chittagong, koi rakba??
নীল:- ঢাকা ,চট্টগ্রাম কোথাও না..
পরী:- তাহলে??..
নীল:- আমি তোমাকে খুলনাতে রাখবো যে...
পরী:- যাও খুলনাতে তুমি থাকিও সেখানে একা একা কিন্তু আমি যাবো না সেখানে...
নীল:- কেন, কি সমস্যা??..
পরী: বললাম তো আমি যাবো না। .
নীল:-তাই না,, আচ্ছা ঠিক আছে বাই তাহলে..
পরী:- হ্যাম,, বাই...........
আজকের মতো গল্পটা এখানেই শেষ করলাম।... এখন আপনারা মেনশন করুন গল্পটির শেষ অংশ কেমন হতে পারে??? সবার কমেন্টস আশা করছি কিন্তু..........😀😀😀😀😀

photo:- courtesy of online.....

Sort:  

Congratulations @akashchowdhury! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

Click here to view your Board

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.037
BTC 94664.56
ETH 3431.72
USDT 1.00
SBD 3.88