গুনগুন
দোতারাটা কিনেছি তাও তো অনেকটা দিন হয়ে গেল । তবে এখনো সেইভাবে বাজানো শিখে উঠতে পারি নি। আসলে সংগীত, শিল্প-সংস্কৃতি এগুলোও তো আর চাইলেই হুটহাট করে শেখা যায় না বরং এগুলোর জন্য আসলে অনেকটা সাধনা দরকার।
গান গাওয়া আমার শখ । গুনগুন করে নিজের পছন্দ অনুযায়ী যখন যে গান ভালো লাগে, সেটা গাওয়ার চেষ্টা করি। তবে সত্য বলতে গেলে কি, পরিপক্ক ভাবে গান শিখে গান গাওয়া আবার সঙ্গে বাদ্যযন্ত্র বাজানো মোটেও সহজ কাজ নয়। আবার একা যখন বাদ্যযন্ত্র বাজিয়ে, তাল মিলে গান গাওয়ার চেষ্টা করা যায়, তখন আসলে যে ব্যাপারটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে সাধনাতে আমার ফলাফল শূণ্য।
তাও যেহেতু সংগীতের প্রতি ভালোলাগা কাজ করে, হয়তো সেই জায়গা থেকেই মাঝেমাঝে চেষ্টা করি, টুকটাক সংগীত ও বাদ্যযন্ত্রের পিছনে সময় দেওয়ার জন্য।
গতরাতে হ্যাংআউট শেষ হওয়ার পরে, অনেকটা একাকী সময় কাটাচ্ছিলাম। কারণ ততক্ষণে বাসার সবাই ঘুমিয়ে গিয়েছে। যেহেতু আমার নিজের ঘুম পাচ্ছিল না, তাই মোটামুটি চেষ্টা করলাম দোতারাটা হাতে নেওয়ার জন্য এবং তার মাঝে নিজেকে একটু ডুবিয়ে ফেলার জন্য। তবে এটা যে সহজ বিষয় না, সেটা আমি বেশ ভালোভাবেই আরো একবার যেন উপলব্ধি করতে পারলাম।
কিন্তু মানুষ চাইলে পারে না, এমন ব্যাপার খুব কম আছে। অনেকটা নিজের ভিতর থেকে জেদ কাজ করছিল, তাই কোন রকম তাল উঠিয়েই ছেড়ে ছিলাম।
এটাই সম্ভবত প্রথমবার, যখন নিজে কোন বাদ্যযন্ত্র বাজিয়ে তার সঙ্গে গলা মিলিয়ে গান গাওয়ার চেষ্টা করলাম। যখন দেখছিলাম যে কোন রকম তাল হচ্ছে, তখন অনেকটা গলা ছেড়েই গান গাওয়ার চেষ্টা করলাম। কিছুটা হলেও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। যদি আমি দোতারার পিছনে সময় দেই এবং মনোযোগী হই, তাহলে হয়তো কিছুটা হলেও বাজানোটা শিখতে পারবো।
তবে সময়ের বড্ড অভাব, এটাই সত্য কথা। চাইলেও আসলে অনেক কিছুই হয়ে ওঠেনা। যাইহোক মানসিক প্রশান্তির জন্য চেষ্টা করছিলাম নিজেকে নিজের থেকে বিনোদন দেওয়ার জন্য। হ্যাংআউটে অনেকের সঙ্গেই তো গল্প হয়, অনেকের গান বা কবিতা শোনা হয়, তবে এত কিছুর পরেও কোথায় যেন নিজের জন্য কিছু বিনোদনের ঘাটতি থেকে যায়।
হয়তো সেই ঘাটতিটা নিজের থেকেই পূরণ করে নিতে হয়। কতটুকু গাইতে পেরেছি বা কেমন গেয়েছি, তা আমি জানিনা। তাছাড়া ব্যাপারটি কে কিভাবে দেখলো, এটাও আমার কাছে কোন মুখ্য বিষয় না। আমার নিজের মন থেকে আমি পরিতৃপ্তি পেয়েছি এবং আমার নিজের কাছে ভালো লেগেছে, এটাই আমার কাছে বড় ব্যাপার।
মনে মনে ছোট্ট একটা পরিকল্পনা করেছি, মাঝে মাঝে যদি সময় পেয়েই যাই, তাহলে হয়তো মন খারাপের সময় গুলোতে দোতারাকে সঙ্গী বানিয়ে ফেলবো। হয়তো সেই মাতোয়ারা আওয়াজ কিছুটা হলেও নিজের মানসিক প্রশান্তির জন্য অনেকটা কার্যকর হবে।
সত্যিই সংগীত সহজ ব্যাপার নয়। আর বাদ্যযন্ত্র বাজানো তো আরো কঠিন ব্যাপার। তার সঙ্গে আবার তাল মিলিয়ে গান গাওয়া, এইসব একবার চিন্তা করে দেখলেই ব্যাপারটা কিছুটা অনুধাবন করা যায়। কিছুটা তো অস্বস্তিবোধ করছিলাম কারণ মুঠোফোনের ক্যামেরাটা চালু করা ছিল। যা করছিলাম তা পুরোটাই ধারণ হয়ে যাচ্ছিল।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
শুভ ভাই আপনার কাছে প্রথম অনুরোধ সামনের হ্যাংআউটে ঠিক এই গানটি পুনরায় লাইভে এসে আমাদেরকে শোনাবেন ঠিক একইভাবে🙏
আপনি তো ভাই আমাকে বেশ চাপের ভিতরে ফেলে দিলেন। সময় সুযোগ হলে চেষ্টা করবো ভাই।
শুভেচ্ছা রইল আপনার জন্য 🙏
ভাই আপনি সত্যি বলেছেন বাদ্যযন্ত্র বাজানোটা সহজ নয় তবে প্রতিনিয়ত সাধনার ফলে এটা বাজানো রপ্ত করা যেতে পারে। একথায় বলতে গেলে অসাধারণ হয়েছে। পরবর্তীতে এরকম আরো গানের অপেক্ষায় থাকলাম ভাই। আপনার জন্য শুভকামনা রইল।
পরবর্তীতে আবার কবে এমন হবে তা জানি না ভাই, তবে আপনার মন্তব্য আমাকে বেশ অনুপ্রেরণা জুগিয়েছে।
আমার মন্তব্যের সুন্দর গঠনমূলক ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাইয়া হ্যাংআউট শেষ করে গানটি গাইলেন এটা কোন কথা হল !হ্যাংআউটে হঠাৎ করে আমাদেরকে চমক লাগিয়ে দিতেন ভালো হতো। অবশ্য এখনো পোস্ট দেখে প্রথমে বুঝতে পারিনি এটা আপনি গান গাইছেন। পরে ভেতরে দেখলাম খুব চমৎকার একটি গান দোতারা বাজিয়ে শেয়ার করেছেন। ভাই আপনি চর্চা করলে কিন্তু খুব ভালো মানুষ শিল্পী হতে পারবেন আমার মনে হয়। আর চেষ্টা করলে মানুষ সবই পারে।
আসলে আপু গতকাল তো সময় বড্ড সীমিত ছিল আপু। ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।
কোন কাজের সাধনা সহজ ব্যাপার নয় সেটা করতে গেলেই বোঝা যায়।ঠিক তেমনি দোতারার তালে তালে গান গাওয়াও যে বেশ সহজ কাজ নয় সেটা আপনি চেষ্টা করেছেন বলেই বুঝতে পেরেছেন। আসলে সব কাজগুলোই এমন। আমাদের কাছে সামনাসামনি দেখতে মনে হবে অনেক সহজ কিন্তু যখন নিজেরা করতে যাব তখনই কঠিন মনে হবে। দোতারার তালে তালে গানটা বেশ দারুন গেয়েছেন ভাই মনটা ভরে গেল একদম।
আপনার মন্তব্যের সঙ্গে একদম সহমত পোষণ করছি ভাই।
ঠিক বলেছেন ভাইয়া সঙ্গীত সহজ ব্যাপার নয়। তবে আপনি সত্যি ভালো গান করেন। ভাইয়া আপনার শেয়ার করা ভিডিওগ্রাফিটি দেখে সত্যিই ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনি ভিডিওগ্রাফিটি করেছেন এবং শেয়ার করেছেন। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পারার জন্য, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভাই দেখি কবি বাউল হয়ে গেলেন ৷ হিহিহিহ!!
আসলে গান ,সাহিত্য ব্যাপারটা বেশ অন্যরকম ৷ যেগুলো চাইলে বলা বা শিখা সম্ভব নয়৷ অনেক সাধনার জিনিস এগুলো তাই বেশ ধৈর্য আর সময়ের প্রয়োজন ৷ ভালো লাগলো হ্যাংআউট শেষে বেশ সুন্দর করে সময় অতিবাহিত করেছেন৷ সর্বোপরি মাঝে মধ্যে হ্যাংআউটে বাজাবেন ৷ ভালো লাগবে ৷
আসলে গতকাল চেষ্টা করছিলাম, নিজেকে সময় দেওয়ার জন্য ভাই। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ভাইয়া সংগীত সহজ ব্যাপার না হলেও আপনার দোতারা বাজানো এবং দোতারার সুরে সুরে "ধন্য ধন্য" গানটি শুনে মনে হচ্ছে আপনি সংগীত বিদ্যাকে প্রায় সহজ করে ফেলেছেন। ভাইয়া আগামী হ্যাংআউট এ আপনার দোতারার সুরে আপনার জাদু মাখা কন্ঠে মিষ্টি একটি গান শুনতে চাই।
হ্যাং আউটের পর্বগুলোাত অবশ্য আপনার দারাজ কন্ঠের গান অনেক শুনেছি। তবে বাদ্যযন্ত্রের সাথে যে আপনি এত সুন্দর করে সুরে সুরে গান করতে পারেন সেটাও আজ দেখলাম। শুভ ভাই আমার মনে হয় গান টাকে আপনি পেশা হিসেবে নিলে কিন্তু খারাপ হবে না। আপনার কণ্ঠে অনেক সুর আছে ভাই। কিপ ইট আপ। আমি বলবো জাস্ট এগিয়ে যান।
ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।