ভাই দেখি কবি বাউল হয়ে গেলেন ৷ হিহিহিহ!!
আসলে গান ,সাহিত্য ব্যাপারটা বেশ অন্যরকম ৷ যেগুলো চাইলে বলা বা শিখা সম্ভব নয়৷ অনেক সাধনার জিনিস এগুলো তাই বেশ ধৈর্য আর সময়ের প্রয়োজন ৷ ভালো লাগলো হ্যাংআউট শেষে বেশ সুন্দর করে সময় অতিবাহিত করেছেন৷ সর্বোপরি মাঝে মধ্যে হ্যাংআউটে বাজাবেন ৷ ভালো লাগবে ৷
আসলে গতকাল চেষ্টা করছিলাম, নিজেকে সময় দেওয়ার জন্য ভাই। শুভেচ্ছা রইল আপনার জন্য।