Gada Flower

in #red3 years ago

গাঁদা ফুল অবলোকন
ফুলে ফুলে অপরুপ সাজে সজ্জিত অপূর্ব শোভা মন্ডিত আমাদের এই দেশ। এদেশের গ্রামে গঞ্জের প্রতিটি অঞ্চলে বিভিন্ন ফুলের সমারোহ দেখা যায়। এই সকল ফুলের মধ্যে একটি হ’ল গাঁদা। গাঁদা আমাদের প্রত্যেকের একটি সুপরিচিত ফুল। প্রতিটি মানুষের হৃদয় থেকে শুরু করে গৃহ, বাসভবন, বিভিন্ন দিবস তথা বিভিন্ন অনুষ্ঠান সজ্জিত করণের প্রধান উপকরণ হ’ল এই গাঁদা ফুল। দেশের প্রত্যন্ত এলাকাও এই গাঁদা ফুলের সমারোহ দেখা যায়। বর্তমানে বিভিন্ন এলাকার ফুল চাষীরা ব্যাপকভাবে গাঁদা ফুলের চাষ করে অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করছে। ফুল চাষীরা এই গাঁদা ফুল চাষ করে এলাকার চাহিদা মিটিয়ে বিভিন্ন শহর এলাকায় রফতানি করে থাকে। এ ছাড়াও নার্সারির মালিকগণ গাঁদা ফুলের চারা উৎপাদন করে বাজারে বিক্রয় করে অর্থ উপার্জন করে। বাজারে এই ফুলের প্রচুর চাহিদা। এই ফুলটি দেখতে যেমন সুন্দর তেমনি মেয়েদের খুবই প্রিয় কারণ মেয়েরা নিজেদের সৌন্দর্য্ বর্ধনের কাজে এই ফুল ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। ফুলটি একদিকে যেমন সহজ লভ্য তেমন দামেও খুব সস্তা তাই ইচ্ছা করলে সবাই এটা সহজেই সংগ্রহ করতে পারে। ফুলটি বিভিন্ন রংগের হয়ে থাকে। বেশিরভাগ গাঁদাই প্রায় হলুদ। এছাড়াও বেগুনি ও কালে-হলুদ রংগের গাঁদাও পাওয়া যায়। ফুলটি সাধারণত কলম করে চারা উৎপাদন করা হয় না। এটা বীজ ও কান্ড থেকে চারা উৎপাদন করা হয়। বীজ থেকে ফুল একটু সময় সাপেক্ষ কিন্তু এর কান্ড থেকে সরাসরি যে চারা উৎপাদন করা হয় সেগুলিতে তাড়াতাড়ি ফুল আসে। চাষীরা সাধারণত একটি গাছের বিভিন্ন অংশ কেটে মাটিতে পুতে রেখে দেয় ফলে ঐ কান্ড থেকে নতুন চারা গাছ উৎপাদিত হয়। এ ছাড়াও ফুলে পেকে শুকিয়ে গেলে ফুলের বীজটা মাটিতে ছড়িয়ে দিলে গাছ হয় যা পরে সুবিধা মত প্যাকেটে স্থান্তরিত করে বাজারজাত তরে বিক্রয় করে। এমন সুন্দর বিভিন্ন ধরনের বাহারি গাঁদার চাষ দেশের বিভিন্ন স্থানে প্রচার এবং প্রসার ঘটিয়ে সমাজ সংসারের উন্নতি সাধন করা যায় বলে আমি মনে করি।

G1.JPG

G2.JPG

G3.JPG

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62706.80
ETH 2439.89
USDT 1.00
SBD 2.66