মৌলবি কচুর ডাটা আর আলু দিয়ে বড় বাটা মাছের ঝোল তৈরি রেসিপি।

in #recipe2 years ago

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আরেকটা নতুন রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে মৌলবি কচুর ডাটা আর আলু দিয়ে বড় বাটা মাছের ঝোল তৈরি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20230625_181016.jpg

মৌলবি কচুর ডাটা আর আলু দিয়ে বড় বাটা মাছের ঝোল তৈরি রেসিপি।

উপকরণ -

১।মৌলবি কচুর ডাটা
২।আলু
৩।বাটা মাছ
৪।পিঁয়াজ রসুন
৫।শুকনো মরিচ
৬।জিরাগুঁড়া
৭।হলুদগুড়া
৮।তেল
৯।লবণ

ধাপ-১
IMG_20230625_154520.jpg

প্রথমে মৌলবি কচুর ডাটা আর আলু কেটে নিতে হবে।
তা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

ধাপ-২
IMG_20230620_160741.jpg

IMG_20230620_151507.jpg

এরপর শুকনো মরিচও পিঁয়াজ রসুন কেটে নিয়ে তা বেটে নিতে হবে।বাটার মধ্যে জিরাগুঁড়া হলুদগুড়া ও লবণ দিয়ে দিতে হবে।

ধাপ-৩
IMG_20230625_162155.jpg

IMG_20230625_161725.jpg

তারপর বাটা মাছ গুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর মাছে হলুদ গুড়া ওলবণ দিতে মাখিয়ে নিতে হবে।

ধাপ-৪
IMG_20230625_162431.jpg

IMG_20230624_094318.jpg

IMG_20230624_094258.jpg

এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিতে হবে। তারপর মাখিয়ে রাখা মাছগুলো গরম তেলে ছারতে হবে।

ধাপ-৫
IMG_20230625_163316.jpg

IMG_20230625_163123.jpg

IMG_20230624_095317.jpg

তেলে ছাড়া মাছগুলো উল্টেপাল্টে ভেজে নিতে হবে। কুচি করে রাখা পিঁয়াজ তেলে দিতে তাতে বেটে রাখা মসলাগুলো তেলে ছাড়াপর কষাতে হবে।

ধাপ-৬
IMG_20230625_164740.jpg

IMG_20230625_164338.jpg

IMG_20230625_163602.jpg

এরপর কষানো হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে কষাতে হবে। কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে।

ধাপ-৭
IMG_20230625_181016.jpg

IMG_20230625_165215.jpg

IMG_20230614_091638.jpg

তারপর ভেজে রাখা মাছগুলো তরকারি মধ্যে দিতে কিছু সময় পর ভেজে রাখা জিরা গুড়া দিয়ে নামিয়ে নিতে হবে। এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন। মৌলবি কচুর ডাটা আর আলু দিয়ে বাটা মাছের ঝোল তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.27
JST 0.041
BTC 98445.27
ETH 3638.54
SBD 3.69