পুঁইশাক আর আলু দিয়ে পিয়েলি মাছ পুরপুরি তৈরি রেসিপি।

in #recipe2 years ago

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি। আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আরেক টা নতুন রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে পুঁইশাক আর আলু দিয়ে পিয়েলি মাছ পুরপুরি তৈরি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20230703_202926.jpg

পুঁইশাক আর আলু দিয়ে পিয়েলি মাছ পুরপুরি তৈরি রেসিপি।

উপকরণ -

১।পুঁইশাক
২।আলু
৩।পিয়েলি মাছ
৪।পিঁয়াজ মরিচ
৫।কাঁচা মরিচ
৬।শুকনো মরিচের গুড়া
৭।হলুদগুড়া
৮।লবণ
৯।তেল

ধাপ-১
IMG_20230703_181540.jpg

IMG_20230703_173458.jpg

প্রথমে পুঁইশাক আর আলু গুলো কুচি করে কেটে নিতে হবে। তা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

ধাপ-২
IMG_20230703_184050.jpg

IMG_20230703_174518.jpg

তারপর পিঁয়াজ কাঁচা মরিচ কেটে নিতে হবে। এরপর একটা কড়াইতে একে একে সবজিগুলো দিয়ে তাতে হলুদগুড়া শুকনো মরিচেরগুড়া আট দশটা কাঁচা মরিচ পিঁয়াজ লবণ ও তেল দিয়ে দিতে হবে।

ধাপ-৩
IMG_20230703_184652.jpg

IMG_20230703_184525.jpg

এরপর তরকারিতে সব দেওয়া হয়ে গেলে তা মাখিয়ে নিয়ে তাতে পরিমাণমতো পানি দিয়ে তা চুলাতে বসিয়ে দিয়ে দিতে হবে।

ধাপ-৪
IMG_20230703_190014.jpg

IMG_20230703_202932.jpg

কিছু সময় পর টগবগ করে উঠলে তরকারি টা হালকা করে নাড়াচারা করতে হবে। তারপর তরকারি হয়ে গেলে তা নামিয়ে নিতে হবে। এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন। পুঁইশাক আর আলু দিয়ে পিয়েলি মাছ পুরপুরি তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96244.30
ETH 2737.18
SBD 0.43