সবজি দিয়ে বাটা মাছের ঝোল তৈরি রেসিপি।

in #recipelast year

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আরেকটা নতুন রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে সবজি দিয়ে বাটা মাছের ঝোল তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20230627_192550.jpg

সবজি দিয়ে বাটা মাছের ঝোল তৈরি রেসিপি।

উপকরণ -
১।শাগের ডাটা
২।মিষ্টি কুমড়ো
৩।আলু
৪।বাটা মাছ
৫।পিঁয়াজ রসুন
৬।শুকনো মরিচ
৭।জিরাগুঁড়া
৮।হলুদগুড়া
৯।তেল
১০।লবণ

ধাপ-১
IMG_20230627_163938.jpg

প্রথমে শাগের ডাটা মিষ্টি কুমড়ো আর আলুগুলো কেটে নিয়ে তা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

ধাপ-২
IMG_20230625_163029.jpg

IMG_20230620_151507.jpg

এরপর পিঁয়াজ রসুন ওশুকনো মরিচ এক সাথে বেটে নিতে হবে।তারপর বাটার মধ্যে একে একে হলুদগুড়া জিরাগুঁড়া ওলবণ দিতে হবে।

ধাপ-৩
IMG_20230627_174930.jpg

IMG_20230627_174909.jpg

IMG_20230627_174756.jpg

এরপর বাটা মাছ গুলো ভালো করে ধুয়ে নিয়ে তা লবণ ও হলুদ গুড়া দিয়ে মাখিয়ে নিতে হবে।

ধাপ-৪
IMG_20230627_180243.jpg

IMG_20230627_175726.jpg

IMG_20230624_094318.jpg

IMG_20230624_094258.jpg

এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। তারপর মাখিয়ে রাখা মাছ গুলো তেলে উপর ছাড়তে হবে। ছাড়া পর ভালো করে ভেজে তুলে নিতে হবে।

ধাপ-৫
IMG_20230627_180635.jpg

IMG_20230627_180615.jpg

IMG_20230625_163317.jpg

IMG_20230620_160359.jpg

তারপর কুচি করে রাখা পিঁয়াজ তেলে দিতে হবে। এরপর মসলাগুলো দিয়ে কষাতে হবে। কষানো পর কেটে রাখা সবজিগুলো দিয়ে কষাতে হবে।

ধাপ-৬
IMG_20230627_182429.jpg

IMG_20230627_181805.jpg

কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এরপর তরকারিতেটগবগ করে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে।

ধাপ-৭
IMG_20230627_192550.jpg

বাটা মাছের ঝোল হয়ে এলে কিছু সময় পর নামিয়ে নিতে নিতে হবে। এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন। সবজি দিয়ে বাটা মাছের ঝোল তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59965.71
ETH 3286.33
USDT 1.00
SBD 2.36