মাছ ভর্তা রেসিপি

in #recipe3 years ago


বড় মাছের টুকরা দিয়ে মজাদার মাছ ভর্তা বানিয়ে ফেলতে পারেন। রান্না করা মাছ দিয়েও করা যায় এই ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে মাছ ভর্তা খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।

উপকরণ

বড় মাছ- ২ টুকরা

তেল- প্রয়োজন মতো

শুকনা মরিচ- কয়েকটি

লবণ- স্বাদ মতো

মরিচের গুঁড়া- স্বাদ মতো

হলুদের গুঁড়া – সামান্য

পেঁয়াজ- ৪টি (মোটা কুচি)

রসুন- ১টি

আদা- ১ ইঞ্চি

সরিষার তেল- ২ চা চামচ

ধনেপাতা কুচি- সামান্য

প্রস্তুত প্রণালি

একটি প্লেটে আধা চা চামচ লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া ও ১ চিমটি হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। যেকোনও বড় মাছের দুটি টুকরা মসলায় মেখে নিন। ভর্তার জন্য সবসময় মাছের পিঠের অংশ নেবেন। মাছ মসলায় ম্যারিনেট করে রাখুন কিছুক্ষণ।

প্যানে ৩ টেবিল চামচ তেল দিন। তেল গরম হলে মাছ দিয়ে দিন। দুই দিক ভালো করে ভেজে নিন। ভাজা মাছ থেকে কাঁটা বেছে নিন। একই প্যানে তেল গরম করে শুকনা মরিচ ভেজে নিন। মরিচ ভাজা হলে উথয়ে একই প্যানে দিয়ে দিন মোটা করে কাটা পেঁয়াজ। রসুনের একটি কোয়া রেখে বাকি কোয়া কুচি করে দিয়ে দিন পেঁয়াজের মধ্যে। নাড়তে থাকুন। কিছুটা ভাজা ভাজা হলে আদা কুচি দিন। সব উপকরণ নেড়েচেড়ে ভেজে নিন মাঝারি আঁচে।

কাঁটা বেছে রাখা মাছ দিয়ে দিন প্যানে। নাড়ার সময় মাছ ভেঙে দেবেন। কিছুক্ষণ পর সরিষার তেল দিন। ভাজা ভাজা হলে নামিয়ে ফেলুন।

প্লেটে লবণ দিয়ে ভেজে রাখা শুকনা মরিচ ডলে নিন। রেখে দেওয়া রসুনের কোয়া কুচি ও সামান্য আদা কুচি দিন। সরিষার তেল দিয়ে সবকিছু মেখে নিন। চুলা থেকে নামানো ভাজা মাছ দিয়ে মেখে নিন। ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

https://classyfact.com/recipe/

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 97454.28
ETH 2715.02
USDT 1.00
SBD 3.01