জলতেষ্টা পাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ

in #rape7 years ago

stupro.jpg

কলকাতা: জলতেষ্টা পাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে সম্পর্কে আত্মীয় এক যুবক দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। রিজেন্ট পার্ক থানা এলাকায় এই কাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই ছাত্রী বুধবার সকালে বাড়িতে একাই ছিল। অভিযোগ, সে সময় জল খেতে চাওয়ার নাম করে বাড়িতে ঢুকে আত্মীয় অভিনাথ মিস্ত্রী তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে খুনের হুমকি দেয়।

রাতে এ ব্যাপারে জানাজানি হলে গতকাল রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবারের লোকজন। কিন্তু ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যায় বাংলাদেশের বাসিন্দা, বছর সাতাশের অভিনাথ। স্থানীয় এক ক্লাবের সহায়তায় গতকাল রাতে তার খোঁজ পায় পুলিশ। গ্রেফতার করা হয় তাকে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101935.35
ETH 3696.04
SBD 2.62