কিসমিস

in #raisins3 years ago

1.jpg

সাধারণত শুকনা আঙ্গুরকেই কিসমিস বলা হয়। তাই কিসমিসকে বলা হয় শুকনো ফলের রাজা। কিসমিসকে ইংরেজিতে রেইসিনও (Raisins) বলা হয়। কিশমিশ সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত হয়ে থাকে এবং এটি সরাসরি খাওয়া যায় ও বিভিন্ন খাদ্য রান্নার সময় উপকরণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটি প্রাচীনকাল থেকে শক্তি বা ক্যালরির চমৎকার উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
কিসমিসকে ভেজানো হয় কেননা এটি একটি চুপসানো শুকনো ফল। এটি সোনালী বাদামী রঙের হয়ে চুপসে থাকে। তাই রাতে ২কাপ পানি কয়েকট কিসমিস দিয়ে সারারাত ভিজিয়ে রাখবেন, দেখবেন এর রঙ গাঢ় হবে আর যতো গাঢ় হবে ততোই উপকারি। পরের দিন সকালে পানি টাকে ছেঁকে নিয়ে হালকা আঁচে গরম করে খালি পেটে খেয়ে নিন। এবং আধা ঘন্টা পর অন্যান্য খাবার খান। এতে অতি শীঘ্রই বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

শুকনো কিসমিস খাওয়ার বদলে ভিজিয়ে খেলে উপকার বেশি। কিসমিস ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। রোজ কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই। এছাড়া, কিসমিস হৃদয় ভালো রাখে।

https://classyfact.com/raisins/

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 83278.04
ETH 2055.98
USDT 1.00
SBD 0.63