আকাশের মন খারাপ

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালোই আছি।

আকাশের মন খারাপ নিয়ে আজ কিছু লিখতে যাচ্ছি। আকাশের মন খারাপ থাকলে আমরা তা কিভাবে বুঝতে পারি সেটা নিয়েই আজকের আয়োজন।

রাগান্বিত সুন্দর আকাশ

IMG_20230517_101016.jpg

বেশ কিছুদিন তাপমাত্রা অনেক বেশি থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিলো। ঘূর্ণিঝড় মোখার প্রভাবের কারনে এখন আবহাওয়া একটু ঠান্ডা।

১৭ মে, ২০২৩ দিন ছিলো বুধবার। যথানিয়মে প্রতিদিন এর ন্যায় সেদিনও অফিস চলে গেলাম। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। অফিস যাওয়ার কিছুক্ষণ হঠাৎ বাহিরে তাকিয়ে দেখি আকাশে অনেক মেঘ জমেছে। বৃষ্টি আসার আগে যেমন অবস্থা থাকে। বাহিরে বেশ ঠান্ডা বাতাসও ছিলো। এসি চলছে তারপরও জানালা খুলে যে প্রশান্তির ঠান্ডা বাতাস পেলাম তা ছিলো অসাধারণ।

পুরো ২০ তলা ভবন আমাদের অফিস। আমি বসি ১৫ তলা তে। আমাদের ফ্লোর এর এক পাশ পুরটা গ্লাস করা। ডেস্ক এ বসে বাহিরে আবহাওয়া দেখতে অনেক ভালো লাগছিলো। কিন্তু তাও শান্তি পাচ্ছিলাম না কাছে না যাওয়া পর্যন্ত। আমি এমন আবহাওয়া অনেক পছন্দ করি। এমন আবহাওয়ায় আমার মন অনেক ভালো হয়ে যায়।

কিছুক্ষণ পর খেয়াল করে দেখি বাহিরে কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত হইলে যেমন অন্ধকার থাকে ঠিক তেমন অবস্থা। লোভ সামলাতে পারলাম না আর। ডেস্ক এ কাজ রেখে চলে গেলাম জানালার পাশে।

জানালার পাশে দাড়িয়ে আপন মনে ভাবছিলাম অনেক কিছু। নিজের অজান্তেই গুন গুন করে গান গাইতে শুরু করতেই। পাশ থেকে কলিগ এসে বলছে কি ভাই আজ এতো খুশি কেন? আমি বললাম ভাই এমন আবহাওয়া আমার অনেক ভালো লাগে। হাজার কষ্টে থাকলেও আমার মন ভালো হয়ে যায়।

এসব নিয়ে গল্প করছিলাম দুইজন। পরে আমাদের সিনিয়র আরও দুইজন আমাদের সংগে গল্পের আড্ডায় যোগ দিলেন। আমি সুযোগ টা কাজে লাগাতে দেরি করলাম না। বেশ কইটা ফটো ক্লিক করে নিলাম। যেগুলা এখন শেয়ার করবো আপনাদের সংগে।

নিজের তোলা কিছু স্থিরচিত্র (আকাশের মন ভীষণ খারাপ)

IMG_20230517_092701.jpg

IMG_20230517_101356.jpg

IMG_20230517_100924.jpg

বেশ কিছুক্ষণ সবাই এক ভাবে দাঁড়িয়ে আকাশের মন খারাপের দৃশ্য দেখছিলাম। অনেক বেশি মন খারাপ ছিলো আজ। এসব বলতে বলতেই আকাশ কান্নায় ভেংগে পড়লো। অঝর ধারে বৃষ্টি শুরু হলো। আশে পাশে কিচ্ছু দেখা যাচ্ছিলো না বৃষ্টির কারণে। অনেক ভালো লাগছিলো আমাদের। আসলে এটাই ছিলো এই বছরের ঝুম বৃষ্টি।

আকাশের কান্না (ঝুম বৃষ্টির কিছু স্থিরচিত্র)

IMG_20230517_093528.jpg

IMG_20230517_093534.jpg

IMG_20230517_100754.jpg

অনেকদিন পর এমন বৃষ্টি দেখে বেশ ভালো লাগছিলো। সবাই কাজ ফেলে বৃষ্টি দেখছিলাম। বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর থেমে গেলো। আমরা আবারও কাজে মন দিলাম।

আজ দিন টি অনেক ভালো ছিলো। সবাই অনেক মজা করেছি। সন্ধাই অফিস থেকে বাসাই ফিরে আসলাম।

বাসাই আসার পর প্রিয়া জানতে চাইলো যে আমি খিচুরি খাবো কি না। আমি মাথা নারিয়ে বললাম হ্যা খাবো কিন্তু সবজি খিচুরি। পরে প্রিয়া সবজি খিচুরি করে দিলো।

সবজি খিচুড়ি

IMG_20230519_013128.jpg

IMG_20230519_013106.jpg

সবশেষে বলতে চাই আজ যেমন সুন্দর একটা দিন ছিলো ঠিক খিচুড়িটাও অনেক টেস্টি ছিলো। আসলে অফিস থেকেই ভেবে আসছিলাম যে আজ খিচুড়ি খাবো। আমু বলার আগেই প্রিয়া অফার করে ফেললো। তাই আজ আমার বেশি বেগ পেতে হলো না। সবজি খিচুড়ির সংগে ছিলো চিংড়ির ভুনা, সবজি, মুরগির ঝোল এবং সালাদ।

অনেক ভালো একটা দিন পার করলাম আমারা। আজ আর লিখছি না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

বিষয়আকাশের মন খারাপ
ফটো ক্রেডিট@amitroy
ডিভাইসরেডমি নোট ৮প্রো
লোকেশন৬৯ মহাখালী সি/এ, মহাখালী, ঢাকা-১২১২
Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আসলে আপনার মত এরকম আবহাওয়া আমিও ভীষণ পছন্দ করি। আপনি খুবই সুন্দর ভাবে উপভোগ করেছিলেন সেই মুহূর্তটা। আপনার কলিগ এবং সিনিয়ররা ও আপনার সাথে আড্ডায় মেতে উঠেছিল এবং তাদের সাথে বেশ ভালো মুহূর্ত কাটিয়েছিলেন। তারপরে বাসায় এসে খিচুড়ি খেয়েছিলেন। আসলে সব মিলিয়ে আপনার দিনটা অনেক বেশি দারুন ছিল। এরকম বৃষ্টির সময় গরম গরম খিচুড়ি তাও সবজি খিচুড়ি, খাওয়ার মুহূর্ত একেবারেই অন্যরকম হয়। আপনি বলার আগে বৌদি অফার দিয়ে দিয়েছিল খিচুড়ির। বেশ জমিয়ে খেয়েছিলেন তাহলে দেখে বুঝতে পারছি। সম্পূর্ণটা পড়ে ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপু। আসলেই দিন টি অনেক ভালো ছিলো। এক কথাই একটু বৃষ্টি হইলেই আমার খিচুড়ি খাওয়ার নেশা লাগে। সেটা বউও জানে। আর যদি হয় এমন সুন্দর দিন তাহলে তো কথায় নাই। অনেক সুন্দর করে গুছিয়ে মন্তব্য করেছেন আপু। অনেক ভালো লাগলো।

 2 years ago 

দেখতেই পাচ্ছি আকাশের মন অনেক খারাপ ছিল। সেই মুহূর্তে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন এবং খুবই ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন। অনুভূতিটা একেবারেই অন্যরকম ছিল দেখে বুঝতে পারছি। এরকম একটা সময় এবং পরিবেশ আমার কাছেও ভীষণ ভালো লাগে। এরকম পরিবেশে খিচুড়ি খাওয়ার কথা তো বাদই দিলাম যদি এরকম পরিবেশে খিচুড়ি হয় তাহলে তো কোন কিছুই বলার নেই। বৌদি আপনার জন্য সবজি খিচুড়ি তৈরি করেছিল খুবই ইনজয় করে খেয়েছিলেন। আপনার দিনটা বেশ ভালো কেটেছে তাহলে। ভালো লাগলো আমার কাছে সম্পূর্ণটা পড়ে।

 2 years ago 

হ্যা অনেক সুন্দর একটা মুহুর্ত কাটিয়েছি। সুন্দর আবহাওয়া সংগে সবজি খিচুড়ি সব মিলিয়ে অসাধারন অনুভুতি। ধন্যবাদ ভাই আপনাকে এত গুছিয়ে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 79211.13
ETH 2008.12
USDT 1.00
SBD 0.82