আসলে আপনার মত এরকম আবহাওয়া আমিও ভীষণ পছন্দ করি। আপনি খুবই সুন্দর ভাবে উপভোগ করেছিলেন সেই মুহূর্তটা। আপনার কলিগ এবং সিনিয়ররা ও আপনার সাথে আড্ডায় মেতে উঠেছিল এবং তাদের সাথে বেশ ভালো মুহূর্ত কাটিয়েছিলেন। তারপরে বাসায় এসে খিচুড়ি খেয়েছিলেন। আসলে সব মিলিয়ে আপনার দিনটা অনেক বেশি দারুন ছিল। এরকম বৃষ্টির সময় গরম গরম খিচুড়ি তাও সবজি খিচুড়ি, খাওয়ার মুহূর্ত একেবারেই অন্যরকম হয়। আপনি বলার আগে বৌদি অফার দিয়ে দিয়েছিল খিচুড়ির। বেশ জমিয়ে খেয়েছিলেন তাহলে দেখে বুঝতে পারছি। সম্পূর্ণটা পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ আপু। আসলেই দিন টি অনেক ভালো ছিলো। এক কথাই একটু বৃষ্টি হইলেই আমার খিচুড়ি খাওয়ার নেশা লাগে। সেটা বউও জানে। আর যদি হয় এমন সুন্দর দিন তাহলে তো কথায় নাই। অনেক সুন্দর করে গুছিয়ে মন্তব্য করেছেন আপু। অনেক ভালো লাগলো।