২০২৪ এর প্রথম বৃষ্টি

in #rain10 months ago

সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ মোটামুটি সব জায়গায় বৃষ্টি হচ্ছে।

IMG_20240320_122230.jpg

গতকাল সন্ধ্যা থেকে বাতাস ছিল। বাতাস এ রান্না ঘরের পলিথিন উড়ে গেছে।

IMG_20240319_183219.jpg
আজ আমার পরীক্ষা ছিল। গতকাল রাত তখন প্রায় আড়াইটে বাজে অনেক জোরে বৃষ্টি শুরু হল।আমি আর মা দৌড়ে গিয়ে আমাদের বাসায় গিয়ে পানির পাম্প ঢেকে দিলাম।তারপর আর ঘুমাই নি। কারন কি করে কলেজ যাব।
দেখতে দেখতে ভোর হতে লাগল।

IMG_20240320_060048.jpg

IMG_20240320_060037.jpg

IMG_20240320_055703.jpg

IMG_20240320_055452.jpg
ছয়টা দশ বাজতেই আমি রেডি হলাম। ঝামেলা হলো ছাতা নাই। তাই দীদার পাঠানো গামছাই কাজে আসল।
গামছা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম কলেজর দিকে।

IMG_20240320_071226.jpg

IMG_20240320_063350.jpg

আজ সবচেয়ে মজার ব্যাপার হলো যে ট্রেনে তিল রাখার জায়গা হয় না সেই ট্রেনে আমি শুয়ে বসে জমিদারদের মতো এসেছি।

IMG_20240320_072814.jpg

IMG_20240320_072425.jpg

IMG_20240320_072237.jpg

IMG_20240320_072020.jpg

IMG_20240320_071943.jpg

IMG_20240320_071823.jpg

কারন পুরো ট্রেন আজ ফাঁকা ছিল।
কিন্তু আমি পুরো ভিজে গেছিলাম, কলেজ ঢুকে শরীর মুছে নিলাম।ব্যাগে অবশ্য একটা জামা নিয়েছিলাম কিন্তু পরি নাই। আজ অনেকেই পরীক্ষা দিতে আসে নি। আসলে বৃষ্টি অনেক জোরে হয়েছে।
পরীক্ষা শেষ করলাম।পরীক্ষা আজ খুব তারাতারি শেষ করেছি। তারপর বন্ধুর আনা ছাতা দিয়ে একটু ছবি তুললাম।

IMG_20240320_122407.jpg

IMG_20240320_122230.jpg

IMG_20240320_122207.jpg

IMG_20240320_091846.jpg

IMG_20240320_091824.jpg
এই কলম গুলো আমি আর আমার বন্ধু পুরো ক্লাস থেকে কুড়িয়েছি আর কলম ছিল।

IMG_20240320_091546.jpg
আর আমার পায়ের অবস্থা ছিল দেখার মতো।

IMG_20240320_145029.jpg

অবশেষে এ পাঁচটায় বাসায় আসলাম। তখন বৃষ্টি পড়ছিল হালকা। আর এখন ও বৃষ্টি পরছে।ঠান্ডা ও পরেছে ভালো।
আজ একাদশী ছিল, তাই বাসায় এসে সাবু,মধু আর কলা খেলাম।সারাদিন পর একটু খাবার খেয়ে কি যে শান্তি লাগল।

IMG_20240320_155719.jpg

এখন আবার কালকের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।আজকের পরীক্ষা একদম ভালে হয় নি। আজ একাদশী না হলে খিচুড়ি ভোজন করতাম অবশ্যই।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 103665.42
ETH 3302.15
SBD 4.34