মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার পর ছোট ভাইদের সাথে মজার কিছু মুহূর্ত

in #r2cornell2 years ago

সুন্দর কিছু মুহূর্ত প্রতিটি মানুষেরই তৈরি হয় অনেক সুন্দর কিছু ভালো লাগার মতো আমাদের প্রতিটি মানুষের জীবনে আসে সেই ভাললাগা থেকেই আজকে আমি আপনাদের সাথে আমার একটি সুন্দর মুহুর্ত শেয়ার করতে যাচ্ছি যে মুহূর্তটি আমার জন্য অনেক বেশি ভাল লাগার মত ছিল

IMG20220603205703.jpg

IMG20220603205708.jpg

IMG20220603205711.jpg

আজকে আমি আপনাদের সাথে যে ছবিগুলো শেয়ার করেছি এবং যে কথাগুলো বলছি সেটি ছিল আমি আমার ছোট ভাইদের সাথে একসাথে বসে খাওয়া-দাওয়া এবং তাদের সাথে ছয় বছর পর দেখার যে অনুভূতি সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক বেশি ভালো লাগে জীবনে চলার পথে যখন পরিচিত মানুষগুলোর সাথে অনেকদিন পর দেখা হয় অনেক বেশি শান্তি মনের মধ্যে অনুভব হয় যেগুলি আসলে বলে এবং ভাষায় প্রকাশ করার মতো অবস্থান তৈরী হয়না সুন্দর কিছু মুহূর্ত এমনভাবে তৈরী হয় যেগুলো বসে কোনদিনও শেষ করা যাবেনা

IMG20220603205721.jpg

IMG20220603205726.jpg

IMG20220603205733.jpg

IMG20220603205647.jpg

আমি আজ থেকে চার মাস আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছি এটি আপনারা সকলে আমার ব্লগ থেকে জানতে পেরেছেন আমি আসলে দীর্ঘদিন প্রবাসে ছিলাম মালয়েশিয়াতে অবস্থান করা কালীন সময়ে আমি আমার জীবিকা নির্বাহের জন্য দীর্ঘ 6 বছর পার করেছি হঠাৎ করে আজ থেকে চার মাস আগে আমি দেশে আসি এবং দেশে আসার অনুভূতিটা ছিল অসাধারণ যেটি আমার জীবনের জন্য একটি ভালোলাগা এবং স্বপ্ন দেখার মত দিন ছিল অনেকদিন স্বপ্ন দেখতাম যাবো একদিন দেশে আমার পরিবার এবং আত্মীয়-স্বজন সবার সাথে নিজের মনের মত আত্মীয়তা এবং আনন্দ উৎসবে মেতে উঠবো ছিল আমার অনেক দিনের স্বপ্ন

IMG20220603205649.jpg

IMG20220603205652.jpg

IMG20220603205653.jpg

প্লেন থেকে নেমে যখন আমি আমার চাচার বাসায় যায় তখন প্রথমেই যে আয়োজন দেখতে পাই যে উৎসব আমার জন্যে অপেক্ষা করেছিল সবাই সেটি দেখে আমি আসলেই অনেক বেশি দিশেহারা হয়ে গিয়েছিলাম অনেক বেশি আনন্দিত এবং খুশি হয়ে গিয়েছিলাম আমার জীবনে আসলে এটি অনেক বেশি এবং ভালো লাগার মতো একটি মুহূর্ত ছিল স্বপ্ন দেখতাম একদিন দেশে যাব দেশে গিয়ে সবার সাথে অনেক বেশি মজা করব সেটি প্রথম ধাপে আমি অর্জন করতে পারি এবং সেটিকে অনেক বেশি ইনজয় করি

LocationMalaysia
Camera used48 MP, f/1.8, (wide), 1/2.25", 0.8µm, PDAF5 MP, f/2.4, (depth)
Mobile ModelOppo_f11_pro

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 97111.20
ETH 3382.29
USDT 1.00
SBD 3.20