দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১১ (বিবিধ)

in #quiz2 years ago

image.png

Copyright Free Image Source: PixaBay
কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।

নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট

কুইজ : (বিবিধ)

০১. সুন্দরবন থেকে গন্ডার বিলুপ্ত হওয়ার প্রধান কারণ কী কী ?

০২. আমরা চীনাবাদামকে বাদাম হিসেবে চিনলেও আসলে এটি কোনো বাদাম জাতীয় উদ্ভিদ নয়, আসলে কি এটি ?

০৩. স্তন্যপায়ী উন্নত শ্রেণীর প্রাণীদের মধ্যে একমাত্র কোন প্রাণী লাফাতে পারে না ?

০৪. বিপ্লবী বাঘা যতীনের (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) নাম বাঘা হওয়ার কারণ কী ?

০৫. UFO (Unidentified Flying Object) বা উড়ন্ত চাকি পৃথিবীর কোন দেশের আকাশে সব চাইতে বেশি দেখা গিয়েছে বলে রটনা আছে ?

০৬. সত্যজিৎ রায়ের "এক শৃঙ্গ অভিযান" গল্পে কোন কল্পিত প্রাণীকে কেন্দ্র করে ঘটনা গড়ে উঠেছে ?

০৭. গ্রীক মাইথোলজিতে অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া আকৃতির কোন জাতির কথা আছে ?

০৮. টিনটিনের সঙ্গী সাথীদের মধ্যে ক্যাপ্টেন, ক্যালকুলাস আর জোড়া গোয়েন্দাদের পুরো নাম কী কী ?

০৯. জিম করবেটের বিখ্যাত শিকার কাহিনী "রুদ্র প্রয়াগের চিতা" । এই চিতা আট বছরে অসংখ্য নরহত্যা করে । সরকারি হিসাব মতে সংখ্যাটা ১২৫ এর মতো । কিন্তু, সঠিক সংখ্যাটি আরো বেশি । কত ?

১০. প্রত্যেক বছর মহাদেশ গুলো কত ইঞ্চি করে তার অবস্থান থেকে সরে যায় ?

✡ ধন্যবাদ ✡
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)
তারিখ : ২৫ জানুয়ারি ২০২৩

টাস্ক ১৫৭ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 3f4904dc8877362b92253afddb0dbc2481596542bd3afcf5286e6585968f1dda

টাস্ক ১৫৭ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65546.28
ETH 2666.01
USDT 1.00
SBD 2.90