PussFi প্রজেক্টের NFT মার্কেটপ্লেস ওপেন করা হলো

in #pussfi3 months ago

প্রতিনিয়ত puss.meme ওয়েবসাইট এর আপডেটের জন্য কাজ করা হচ্ছে। এটা আপনারা সকলেই জানেন। আজকে ভাবলাম ওয়েবসাইট এর NFT নিয়ে একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা যাক।

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHhqGi1XcbAUDvv9eQ6bmtY4yYbuxfxS3QVxEx3N7bT4oRwMJRmRL8nS1NFBZFr9ymmZAtTq7LqjutkF7iFDAZPgHkG4eEmJi2U2uzDephzYvBeqxXdL8Mk.jpeg

বর্তমানে বহুল প্রচলিত কিংবা বহুল আলোচিত একটি বিষয় হলো NFT। আমাদের বিভিন্ন কমিউনিটিতে NFT সম্পর্কিত পোস্ট ও লক্ষ্য করা হয়েছে। NFT হলো একটি ব্লকচেইন বেজড ডিজিটাল এসেট। NFT তে ইনভেস্টমেন্ট বর্তমানে খুবই জনপ্রিয় বলা চলে।NFT এর ক্ষেত্রে যে শুধু ইনভেস্টমেন্ট করতে হয় তা নয়। নিজের NFT Minting করা যায়,সে সাথে NFT Games ও রয়েছে।যাইহোক এগুলো ছিলো NFT এর অল্প কিছু কার্যকারিতা।

আপনারা আমাদের PUSS Token এর ওয়েবসাইট puss.meme তে পেয়ে যাবেন NFT এর একটি মেনু।কারণ Tron এর APENFT তে আমাদের PUSS এর NFT মার্কেটপ্লেস run করা হয়েছে। এখানে আপনারা PUSS NFT মার্কেটপ্লেস থেকে NFT buy করতে পারবেন। মাঝে মাঝে কিছু প্রিমিয়াম কোয়ালিটি NFT auction চালু করা হবে। যারা auction এ bidding করে উইনার হবেন, তাদের জন্য থাকবে Steemit & PussFi এ prizes আর gifts.
আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজেই মেনুটি খুঁজে পান।

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHhqGi1XcbAUDvv9eQ6bmtY4yYbuxfxS3QVxEx3N7bT4oRwMJRmRL8nS1NFBZFr9ymmZAtTq7LqjutkF7iFDAZPgHkG4eEmJi2U2uzDephzYvBeqxXdL8Mk.jpeg

আপনারা প্রথমে puss.meme ওয়েবসাইটে enter করবেন। ল্যাপটপ থেকে ভিজিট করার চেষ্টা করবেন। তাহলে সবকিছু খুব ক্লিয়ার ভাবে দেখতে পাবেন।

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHdgaekHJV8gqATf9yG5eD8hV9B7Xp7gAsvrh3YuwANyjT9ds9uaaxPC4TpBb8isF6YpvxfT4yHKoHYoPwSTBz8zCE78PkZece7aC2W7LzAPufuR4kJoLkW.jpeg

এরপর একটু ডান সাইডে উপরে দেখতে পাবেন PUSSFI NFT নামে একটি অপশন। এটাতে ক্লিক করবেন।এটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি Tron এর APENFT এর আমাদের PUSS এর NFT তে নিয়ে যাবে।

আপনারা এখানে আমাদের অনেকগুলো কালেকশন দেখতে পারবেন। অবশ্যই সকগুলো কালেকশন দেখবেন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে।

কোন কোন এনএফটিগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো পেয়ে যাবেন। সময়ের জন্যে আরো কিছু nft ক্রিয়েট করা হয়নি।তবে বেশ কিছুই তৈরি করেছি।আপনারা ভিজিট করলেই দেখতে পাবেন সব।

আমাদের একটিভিটি দেখতে পারবেন। অর্থ্যাৎ সব কিছুই মোটামুটি দেখতে পারবেন।

বিভিন্ন অফার আপনারা পেয়ে যাবেন আমাদের মার্কেট প্লেসে।ইতিমধ্যেই অফার কিন্তু দেখতে পাচ্ছেন কিছু ।ভবিষ্যতে আরো অনেক অফার দেখতে পাবেন।

সে সাথে প্রিয় NFT গুলোও দেখতে পারবেন।

আমাদের ওয়েবসাইটে NFT নিয়ে আরো অনেক কিছু চালু করা হবে। যেগুলোতে আপনারা ধীরে ধীরে অনেক কিছুই পাবেন এবং অনেক কিছু জানতেও পারবেন । PUSSFI এর জন্য NFT সম্পর্কিত অনেক অনেক প্ল্যানিং ইতিমধ্যেই ভেবে রেখেছি।সময়ের জন্য অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারছি না।তবে ধীরে ধীরে কাজ করার চেষ্টা করছি।কারণ যেহেতু ওয়েবসাইটের সম্পূর্ণ কাজ একা হাতে করছি তাই সময় চলে যাচ্ছে অনেকটা।আশা করছি আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। সেই সাথে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা করতে পারেন। আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.27
JST 0.040
BTC 98134.30
ETH 3635.62
USDT 1.00
SBD 3.93