ডাই পোস্টঃকুইলিং এর $puss।

in আমার বাংলা ব্লগ4 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রত্যাশা করি সবাই ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৪ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ৩০ শে অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

q2.jfif

q4.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং-এ আজ নতুন আর একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোস্টটি হল ডাই ।বেশ কয়েকদিন পর আজ একটি কুইলিং এর কাজ আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু কুইলিং এর কাজ করতে বেশ সময় লাগে,তাই সব সময় করা হয় না। কিন্তু কুইলিং এর কাজ করতে আমার বেশ ভালই লাগে। তাই চেস্টা করি মাঝে মাঝে আপনার সাথে কুইলিং এর কাজ শেয়ার করতে। আজ আমি কুইলিংএর আমাদের প্রিয় $puss তৈরি করবো। এর আগে আমি ক্লে দিয়ে $puss বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তাই ভাবলাম আজ একটি কুইলিং এর $puss তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি। সেই ভাবনা থেকেই আজ এই কুইলিং $puss তৈরি করলাম। আশাকরি ভালো লাগবে আপনাদের। কুইলিং এর $puss বানাতে আমি ব্যবহার করেছি বিভিন্ন রং এর কাগজ , সাথে আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কুইলিং এর $puss তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

q20.jfif

q10.jfif

১।চিকন করে কাটা বিভিন্ন রং এর কাগজ
২।টুথপিক
৩।গাম
৪।সাদা কাগজ
৫।পান্সিল

কুইলিং এর $puss তৈরির ধাপ সমূহ

ধাপ-১

q21.jfif

প্রথমে সাদা কাগজে একটি $puss এঁকে নিয়েছি হাল্কা করে।

ধাপ-২

q18.jfif

চিকন করে কেটে নেয়া কালো রং এর কাগজ গাম দিয়ে $puss এর শরীরের শেপ বানিয়ে নিয়েছি।

ধাপ-৩

q19.jfif

q17.jfif

q16.jfif

q15.jfif

এর পর $puss এর কান বানানোর জন্য চিকন করে কাটা কালো রং এর কাগজ টুথপিকে প্যাচিয়ে কয়েল বানিয়ে নিয়েছি। এবং কাগজের অন্য প্রান্ত গাম লাগিয়ে নিয়েছি। প্যাচানো কাগজটি হাতের চাপে কানের শেপে বানিয়ে নিয়েছি। এবং তা গাম দিয়ে লাগিয়ে $pussকান বানিয়ে নিয়েছি।

ধাপ-৪

q14.jfif

একইভাবে টুথপিকের সাহায্যে কালো রং এর কাগজ প্যাচিয়ে $puss অন্যান্য অংশ বানিয়ে নিয়েছি। এবং তা গাম দিয়ে আঁকা $puss শরীরে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৫

q13.jfif

q12.jfif

q11.jfif

একইভাবে কালো ও সাদা রং এর কাগজের কয়েল বানিয়ে হাতের সাহায্যে বিভিন্ন শেপ তৈরি করে $puss শরীরের অংশ ডিজাইন করে নিয়েছি।

ধাপ-৬

q9.jfif

এবার $puss যেনো দেখতে সুন্দর হয় সেজন্য নিচে কমলা ও সবুজ রং কাগজ প্যাচিয়ে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

উপস্থাপন

q6.jfif

q1.jfif

q8.jfif

আশাকরি আজকে বিভিন্ন রং এর কাগজ দিয়ে বানানো কুইলিং এর $puss আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরি@selina75
মোবাইলRedmi A-5
তারিখ৩০শে অক্টোবর,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

কুইলিং পদ্ধতিতে সুন্দর করে puss তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়েছি আপু। এই কাজগুলো আমি কখনো করিনি। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

একদিন করে দেখতে পারেন ভাইয়া। বেশ সহজ শুধু সময় বেশি লাগে। ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

আপু আপনি কুইলিং এর মাধ্যমে খুব সুন্দর একটি $puss বানিয়েছেন। আমি কুইলিং পদ্ধতিতে বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করেছিলাম কিন্তু শেষ করে উঠতে পারিনি। আপনার পুশ দেখতে বেশ কিউট দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

একটু ধৈর্য নিয়ে করবেন তাহলেই হয়ে যাবে। ধন্যবাদ আপু।

 4 months ago 

কুইলিং পদ্ধতিতে অনেক সুন্দর এবং কিউট দেখতে একটা puss তৈরি করে নিয়েছেন আপনি। আপনার তৈরি করা puss দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি তিন চারটা কালারের রঙিন কাগজ ব্যবহার করেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের দক্ষতা মূলক কাজ গুলো দেখলে প্রশংসা না করে থাকা যায় না। আপনার অনেক দক্ষতা আছে।

 4 months ago 

puss কে সুন্দর করার জন্য বিভিন্ন রং এর কাগজ ব্যবহার করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 4 months ago 

একেবারে ভিন্ন ধরনের একটি আইডিয়া দিয়ে আজকে আপনি আপনাদের সুন্দর পোস্ট সাজিয়ে তুলেছেন৷ আপনার আজকের সুন্দর পুশ দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এই পুশ তৈরি করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে কুইলিং দিয়েও পুশ তৈরি করা যায় তা আমার কখনো জানা ছিল না৷ আপনার কাছ থেকে এই প্রথম জানতে পারলাম এবং দেখে খুবই ভালো লাগছে৷

 4 months ago 

কুইলিং করে অনেক কিছুই বানানো সম্ভব। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 4 months ago 

বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই পোস্ট গুলো দেখতে চমৎকার লাগে।খুব সুন্দর একটি ডাই পোস্ট আপনি শেয়ার করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

বিভিন্ন পদ্ধতিতে ডাই করতে আমার বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96459.90
ETH 2752.56
SBD 0.67