একেবারে ভিন্ন ধরনের একটি আইডিয়া দিয়ে আজকে আপনি আপনাদের সুন্দর পোস্ট সাজিয়ে তুলেছেন৷ আপনার আজকের সুন্দর পুশ দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এই পুশ তৈরি করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে কুইলিং দিয়েও পুশ তৈরি করা যায় তা আমার কখনো জানা ছিল না৷ আপনার কাছ থেকে এই প্রথম জানতে পারলাম এবং দেখে খুবই ভালো লাগছে৷
কুইলিং করে অনেক কিছুই বানানো সম্ভব। মন্তব্যের জন্য ধন্যবাদ।