গল্প
Close Up কাছে আসার গল্পে সম্পর্কটি ভেঙে যাওয়ার সময় ছেলেটি মেয়ের হাতে একটা Colgate ধরিয়ে দিয়ে বলেছিলো,
"সুস্থ ও স্ট্রং থেকো সারা জীবন।"
প্রেমের পরিসমাপ্তিতে এসেও ছেলেটির দায়িত্বজ্ঞান দেখে মেয়েটি হাউমাউ করে কেঁদে দিয়েছিলো।
কিন্তু সেই কান্না Colgate পেয়ে নাকি Close Up হারিয়ে তা সেই মেয়েটিই জানত একমাত্র।
আবার Pond's এর একটা বিজ্ঞাপনে দেখা যায়, একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে স্কুটিতে করে..যাওয়ার সময় সেই মেয়েটি বলে;
"চিন্তা করো না। ভেগে বিয়ে করলেও রিসেপশন হবে ধুমধুম করে।"
কতটা আত্মবিশ্বাস থাকলে দোদুল্যমান সময়েও এমন কথা বলা যায় তা বিজ্ঞাপনটি না দেখলে বোঝার উপায় নেই।
কিন্তু এই ভেবে কেউ Pond's মাখা শুরু করলেই যে তার প্রেমের বিয়ে হয়ে যাবে এমন না।
বিয়ে না হলে ভারতের অন্ধ্র প্রদেশের রজত এর মত কেউ প্রতারণার মামলা ও ঠুকে দিতে পারে কোম্পানীর নামে।
আপনি যেরকম হতে চান, যার মতো হতে চান, আপনার সেই আকাঙ্খাকে ফোকাস করা হয় বিজ্ঞাপন গুলোতে -
যেমন,
- লাক্স বলছে - বিশ্বজুড়ে তারকাদের প্রিয় সাবান।
- ফেয়ার অ্যান্ড লাভলি বলছে - ৬ সপ্তাহে রঙ ফর্সা উজ্জ্বল করবে।
- কলগেট দিচ্ছে উজ্জ্বল হাসি।
- সানসিল্ক শক্ত মজবুত চুল।
- ভাসমল ব্ল্যাক চুল পাকতে দিবে না।
কোম্পানীগুলোর মূল লক্ষ্য হলো - আপনার এখন যা নেই, কিন্তু আপনি যা পেতে চান; সৌন্দর্য্য, ফর্সা ত্বক, উজ্জ্বল হাসি, কালো চুল; যা যা চান আমাদের পণ্য তা-ই দেবে।
হঠাৎ করে কিছু গবেষণায় দেখা গেল - আকাঙ্ক্ষিত রূপ অর্জনে ব্যর্থ হয়ে লোকজন হতাশ হচ্ছে। গালে আটা ময়দা মেখে ভূতুড়ে হচ্ছে, খাটো মানুষ হাই হিলের জুতা পরে খুঁড়িয়ে হাঁটছে, টাক মাথাকে উইগ দিয়ে ঢাকার বিব্রতকর চেষ্টায় কপাল গলা ঘামছে।
বিজ্ঞাপনের সব কিছুতেই এখন তাই ডিজিটালাইজেশন এর ছোয়া। কিন্তু না জেনে শুনে কেউ এখন আর কারো চাকচিক্যময় বিজ্ঞাপনের কথায় ভুলতে চায় না।
হৃদয় ভুলানো কথার সাথে সাথে তাই মনের আবেগ প্রকাশেও এসেছে নিত্য নতুন মাত্রা।
শাজাহান তাজমহল বানিয়েছিলো মমতাজের জন্য আর এখন টিকটক বানানো হয় হালের সায়রা বানুদের জন্য।
তাজমহলে স্মৃতি হিসাবে "মমতাজের কবর"থাকলেও এখন স্মৃতি হিসাবে সবার হাতে থাকে ফেসবুকের শেয়ার মেমোরীস।
লাইলী মজনুর প্রেম অনেক আগেই শেষ হয়ে গেছে। চিঠি,টেলিগ্রাম, ল্যান্ডফোনের জায়গায় এসেছে হোয়াটস এ্যাপ,ম্যাসেঞ্জারের,ইমো নামক ভার্চুয়াল প্রেম।
ভালোবেসে পাশাপাশি বসে হাত ধরার চেয়ে ফেসবুকের কাপল পিকে লাইক কমেন্টস কত পড়লো তার বাটনেই আঙ্গুলের ছোয়া থাকে বেশি।
বিদায় বেলায় এখানে তাই চোখের জল কষ্ট করে ফেলার চেয়ে একটা কান্নার স্যাড ইমোই যথেষ্ট আবেগ অনূভূতি গুলো বোঝানোর জন্য।
সেদিন আরএফএল uPVC প্রোডাক্টের একটা একটা বিজ্ঞাপনে দেখলাম তাদের পাইপ মাটির নিচে যে চাপ নিতে পারে তা নায়ক জসীম ও কোন দিন নিতে পারে নি বাংলা সিনেমায়।
সেই চাপের চেয়ে এই পাইপ হবে বেশি কার্যকর। মানসিক চাপ কমানোর জন্য এখন এমন uPVC পাইপের অভাব নেই বাজারে।
একটা সময় প্রেম ভালোবাসা শুরু হতো বিভিন্ন উপন্যাসে নায়ক নায়িকার মধুর কাহিনীর মাধ্যমে। উপন্যাসের নায়িকা কে বাস্তব জীবনে পাবার জন্য কত কসরত করতে হতো এলাকার নায়করূপী ছেলেদের কে না দেখলে বোঝার উপায় ছিলো না।
নিমাই ভট্টাচার্য তার মেম সাহেব কে উপস্থাপন করেছিলেন ভালোবাসার একটা মায়াজাল ব্যবহার করে।
আর আমরা এখন সেই মায়াজালের চেয়ে বেশি বিউটি ক্যামেরা এ্যাপস ব্যবহার করি ফেসবুক আর ইন্সট্রাগ্রাম এ ছবি আপলোডের জন্য।
ভালোবাসার রকমফের এমনই। আজ যা অদ্ভুত কাল তা বেসম্ভভ সুন্দর। যার সব কিছু আজ আপনার কাছে বিরক্ত লাগে একটা সময় তার সব কিছুই ভালো লাগতে শুরু করে।
এই ভালোবাসার প্রেমে সব চেয়ে বেশি আক্রান্ত হয়ছে সম্ভবত বাপ্পারাজ আর ওমর সানী। প্রেমে প্রতারিত হয়ে মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়িয়েছে ঝড় বৃষ্টি বজ্রপাত মাথায় নিয়ে।
কিন্তু কোন মদের কোম্পানী তাদের ব্রান্ড অ্যাম্বাসেডর করে নি। কারণ মদ খেয়ে পাগলামী সিনেমাতেই মানায়,বাস্তবে করলে বাপের মাইর একটাও মাটিতে পড়বে না।
তাই কেউ বড় হয়ে ওমর সানী,বাপ্পারাজ ও হতে চায় না। কারণ ভবিষ্যৎ অন্ধকার।
সিনেমা, নাটকের পর্দায় আমরা সে গুলোর ই প্রতিফলন দেখি যে গুলো দৈনন্দিন কথা বার্তা আমরা ব্যবহার করি।
ফেসবুকে বন্ধু বান্ধবের বিভিন্ন অনুষ্ঠানের যুগল বন্দী ছবি আপনাকে শিহরিত করবে। আপনার নিজের বন্দী সত্তাকে প্রকাশ করতে চাইবে। এটাই সম্ভবত প্রেমের গ্লোবালাইজেশন।
সে জন্যই কারো সেন্ড করা একটা হাসির ইমোজি কিংবা ছোট্ট করে লেখা শুভ সকাল অনেকের সারা দিনের পরীশ্রমের খোরাক।
ভার্চুয়াল প্রেমেও তাই কিছু সময় থাকে হৃদয়ের স্পন্দন। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল দিন ভালোবাসার মানুষ গুলোর জন্য। তাদের নিয়ে একটা দিন বিশেষ ভাবে ভাবা খারাপ কিছু কখনোই নয়।
Congratulations @joy-joy ! You received upvote from @kryptoniabot & @kryptonia for your task of 25 SUP Today.
Remember to receive votes from @kryptoniabot
Run a task on Kryptonia.
Use the tags KRYPTONIA or SUPERIORCOIN in your Steemit post.
Delegate to the Kryptonia Upvote by clicking links: 10SP , 50SP , 100SP , 500SP , 1000SP
Due to an increased amount of tasks, we have changed up the voting power to evenly spread out the Upvote amount.