প্রথমবার পাওয়ার আপ করা।
হ্যালো, স্টিমিট পরিবারের সদস্যগণ সবাই কেমন আছেন।আমি@durjoy2065বাংলাদেশ, ঢাকা থেকে আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়।
প্রথম ধাপ:👇 |
---|
- প্রথমে স্টিম ওয়ালেট-এ গিয়ে স্টিম ব্যালেন্সের উপর ক্লিক করবো।
দ্বিতীয় ধাপ:👇 |
---|
- এরপর আমরা পাঁচটি অপশন দেখতে পাবো। যেহেতু আমি পাওয়ার আপ করবো তাই আমি পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করবো।
তৃতীয় ধাপ:👇 |
---|
- এরপর অ্যামাউন্ট এর অপশন আসবে।
আমি ১০ স্টিম পাওয়ার আপ করবো।তাই আমি এমাউন্টের জায়গায় ১০ লিখে পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করবো।
চতুর্থ ধাপ :👇 |
---|
- এবার প্রাইভেট এক্টিভ-কি দিয়ে কনফার্ম করে ওকে-তে ক্লিক করবো। শেষ হয়ে গেল আমার পাওয়ার আপ করার প্রক্রিয়া।
পাওয়ার আপ এর পরিমাণ |
---|
পাওয়ার আপ করার আগে আমার স্টিম ছিল | ১৫.৫০৪ | স্টিম |
---|---|---|
আজকে পাওয়ার আপ করলাম | ১০ | স্টিম |
পাওয়ার আপ করার পর আমার স্টিম হলো | ২৫.৫০৪ | স্টিম |
এটাই আমার প্রথম আমার সক্ষমতা বৃদ্ধির জন্য ১০ স্টিম পাওয়ার আপ করা।পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার সক্ষমতা বৃদ্ধি করলাম।তাই আমি অনেক খুশি।আশা করছি আমি পরবর্তীতে আরও বেশি পাওয়ার আপ করে আমার সক্ষমতাকে আরও বৃদ্ধি করতে পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া এবং আর্শিবাদ করবেন, আমি যেন আমার সক্ষমতাকে আরো বেশি করে বৃদ্ধি করতে পারি।
আমি দুর্জয় বড়ুয়া। আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি।এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি।
🌼ধন্যবাদ🌼
Vote@bangla.witness as witness
আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।
X-promotion(https://x.com/durjoy206537575/status/1864625397129990428?t=iCkEg3SrTtCDINjVl1-7hA&s=19)