কিভাবে ঈদের শুভেচ্ছা কার্ড বানাবেন?

in #poster3 years ago (edited)

20220403_235502.jpg
কিভাবে ঈদের শুভেচ্ছা কার্ড বানাবেন?
বছর শেষে সকল ক্লান্তি,দুঃক্ষ, বেদনা মোছে দিয়ে এক রাশ আনন্দ নিয়ে ঈদ এসে হাসি-খুশিতে ভরিয়ে দেয় আমাদের জীবন। প্রতি বছর ঈদ আসলে আমরা ভুলে যাই সারা বছরের ক্লান্তি, ধনি গরিব সকলে মিলে মিশে ঈদ উৎযাপন করে থাকি। ঈদ আসলেই ঈদ এসএমএস,ঈদের ছন্দ, ঈদের কবিতা অথবা ঈদ কার্ড এর মাধ্যমে আমাদের প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানাই। অনেকেই আবার অনলাইনে নতুন ডিজাইনের ঈদ কার্ড সার্চ করে থাকি, আবার আমরা অনেকেই জানিনা ঈদ কার্ড কোথায় পাওয়া যায়।

আজকে আমরা আলোচনা করবো কি ভাবে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করা যায়।
ঈদের শুভেচ্ছা কার্ড ডিজাইন করার জন্য প্রথমেই আমাদের কটি এপ্লিকেশনের প্রয়োজন হবে,এপ্লিকেশনটির নাম হচ্ছে Pixellab, এই এপ্লিকেশনটি গুগল প্লে-স্টোর এ সার্চ করলেই পেয়ে যাবেন। Pixellab এপ্লিকেশন ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে Red More

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 84254.45
ETH 1909.38
USDT 1.00
SBD 0.77